ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

'আমার ছেলেকে নষ্ট করো না'

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২০ ১৬:১২:০৬
'আমার ছেলেকে নষ্ট করো না'

সেই থেকে শুরু। এরপর কখনও রণবীরকে নিয়ে রাতের মুম্বাইতে ঘুরতে বেরিয়ে পড়তেন সঞ্জয়, আবার কখনও জন্মদিনে দামি বাইক উপহার দিয়ে সঞ্জয় চমকে দিয়েছিলেন। ‘সঞ্জু’-র প্রমোশনে এভাবেই সঞ্জয় দত্তকে নিয়ে স্মৃতির পাতা উল্টে নানারকম ছবি দেখালেন রণবীর কাপুর। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

রণবীর জানান, তার বোন রিদ্ধিমা কাপুর সব সময় সালমান খানের পোস্টার নিজের ঘরে রাখতেন, কিন্তু তিনি ছিলেন সঞ্জয়ের ভক্ত। একবার জন্মদিনে যখন সঞ্জয় দত্ত তাকে দামি বাইক উপহার দেন, তা বাবার কাছ থেকে বেশ কিছুদিন লুকিয়ে রেখেছিলেন। হৃষি কাপুর বাইক একদম পছন্দ করতেন না। তাই বাইকের ধারপাশে ছেলেকেও ঘেঁষতে দিতেন না বলেও জানান রণবীর।

এরপর হৃষি কাপুরের চোখে সঞ্জয়ের দেওয়া বাইক চোখে পড়লে, বেশ কিছুটা রেগে যান তিনি। এবং বলেন, ‘ওর মাথাটা তুমি বিগড়ে দিও না সঞ্জয়। ওকে নষ্ট করো না। তোমার নিজের মত তৈরি করো না’। যদিও, পুরোটাই অনুযোগের সুরে বলেছিলেন হৃষি কাপুর। কারণ, সঞ্জয় দত্তের সঙ্গে কাপুর পরিবারের সম্পর্ক বরাবরই ভাল। তাই সঞ্জয় দত্ত যাতে দামি দামি উপহার রণবীরকে না দেন, সেই কথাই বলেন হৃষি কাপুর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে