ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘সঞ্জু’তে অভিনয় করতে চাননি রণবীর!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২০ ১১:২৫:৫৩
‘সঞ্জু’তে অভিনয় করতে চাননি রণবীর!

রাজকুমার হিরানির সব সময়ই মনে হয়েছিল, সঞ্জয় দত্তের ভূমিকায় অনস্ক্রিন রণবীরকেই সবচেয়ে ভাল মানাবে। ছবির লুক বা ট্রেলার যতটুকু দেখেছেন দর্শক, তাতে রণবীরের দারুণ পারফরম্যান্সই আশা করছেন সকলে। কিন্তু রণবীর নিজেই একেবারেই নারাজ ছিলেন।

সম্প্রতি এক সাক্ষাত্কারে রণবীর জানিয়েছেন, প্রস্তাব পাওয়ার পর তিনি রাজকুমারকে না বলেছিলেন। কারণ তিনি ভেবেছিলেন, এটা সঞ্জয় দত্তের বায়োপিক নয়। কোনও মৌলিক গল্প। তবে চিত্রনাট্য পড়ার পর নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছিলেন।

রণবীরের কথায়, ‘বিশ্বের মহান পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করাটা যে কোনও অভিনেতার স্বপ্ন, আমি কিন্তু এই সময়ের সব অভিনেতার কথাই বলছি।’

রণবীর এও জানিয়েছেন, ‘সঞ্জু’র চিত্রনাট্য পড়েছিলেন তার মা নীতু কাপুরও। তারও এতটাই ভাল লাগে যে রাজকুমারের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেন। পরে নীতুর কথা অনুযায়ী ক্লাইম্যাক্সও বদলে ফেলেছি্লেন রাজকুমার। সব কিছু ঠিক থাকলে ২৯ জুন মুক্তি পাবে এই ছবি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে