ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় মডেল তিথি নিহত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৯ ১৭:৫৫:৫৯
সড়ক দুর্ঘটনায় মডেল তিথি নিহত

তিথি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনার্স (অর্থনীতি) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি গ্রামের সাধন বড়ুয়ার কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরের জিইসি মোড় থেকে কয়েকজন বন্ধুসহ একটি সিএনজি অটোরিকশাযোগে ফয়েজলেক বিনোদনকেন্দ্রে যাচ্ছিলেন তিথি। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালে সামনে অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় তিথিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সিএনজি অটোরিকশায় তিথির আরও কয়েকজন বন্ধু থাকলেও দুর্ঘটনার পর তাদের আর খোঁজ পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জাগো নিউজকে জানান, হলি ক্রিসেন্টে হাসপাতালের সামনে দুর্ঘটনায় আহত তিথি বড়ুয়াকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে