ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পরিবারই সব: মিম

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৯ ১৭:৪৯:১৮
পরিবারই সব: মিম

পরে ব্যাংককের নামুয়াং সাফারি পার্কে বেড়াতে যান মিম ও তার পরিবারের সদস্যরা। সেখানেই জীবনে প্রথম জ্যান্ত বাঘের খাঁচায় ঢুকেছেন তিনি। সব মিলিয়ে ১০ মিনিট বাঘের খাঁচায় ছিলেন তিনি। সেই সময়গুলো যে বেশ দুর্দান্ত কেটেছে, তা জানিয়েছেন মিম।

১৮ জুন, সোমবার মিম ফেসবুকে তার ঘোরাঘুরির কিছু ছবি পোস্ট করেন। সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেন, ‘পরিবার শুধু গুরুত্বপূর্ণ নয়, পরিবারই সব।’

মিম জানান, ব্যাংককে বেড়ানো শেষে ২৪ জুন দেশে ফিরবেন তিনি। এসেই কাজে নেমে পড়বেন।

এবার ঈদে কলকাতায় মিম অভিনীত ‘সুলতান: দ্য সেভিয়ার’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিৎ। ছবির প্রচার উপলক্ষে সম্প্রতি কলকাতায় যান তিনি। সেখানে ছিলেন সাত দিন। তারপর ঢাকায় ফিরেই ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে