সহকর্মী বারবার বুকের দিকে তাকান, যা জানালেন তিন নারী
২০১৪ সালে ভারতের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন ভারতীয় সংবাদমাধ্যমের উদ্দেশে একটি টুইট করেন। দীপিকার সেই টুইট নিয়ে ভারতীয় মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছিল। দীপিকা সেই টুইটে বলেছিলেন, ‘হ্যাঁ! আমি একজন নারী। আমার স্তন আছে এবং স্বাভাবিক ভাবেই তার ক্লিভেজও আছে। আপনার কোনো সমস্যা!!?? নারীদের ক্ষমতায়ন নিয়ে কথা বলবেন না যখন আপনারা নারীদের সম্মানই করতে জানেন না!’
ভারতীয় সংবাদমাধ্যম এবেলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমানে ভারতে দীপিকার মতো করে ভাবেন এমন নারীর সংখ্যা কম নয়। আর শুধু উচ্চস্তরের নারীরাই এমনটা ভাবেন এমন নয়। যে নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাধঁ মিলিয়ে পাথর ভাঙেন বা অন্য কোনো কায়িক শ্রম করেন তারাও ক্লিভেজ নিয়ে মাথা ঘামান না। কাজের ফাঁকে কোমর বা বুকের দিকে তাকানোর দায়টা বিকৃত মনের পুরুষের, নারীদের নয়।
কিন্তু অফিস বা কর্মস্থলে যারা কাজ করেন সেখানের সমীকরণ একটু অন্য রকম। কর্মস্থলে একজন পুরুষ সহকর্মী বারবার যদি নারী সহকর্মীর বুকের দিকে তাকান, সেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে একজন নারী তাকে কীভাবে বাঁচাবেন? এই অভিযোগটি এমন যে তথ্য দিয়ে প্রমাণ করা যায় না।
অভিনেত্রী অনন্যা বিশ্বাস বললেন, ‘আমি যা বলি, মুখের উপর বলি। কথা বলার সময় যদি কেউ আমার সঙ্গে এ ধরনের কাজ করে, তাহলে আমি তাকে সরাসরি বলব আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এরপরও ওই ব্যক্তি কথা না শুনলে, তবে কথা শেষ হওয়ার আগেই আমি ওই জায়গা থেকে চলে যাব। আর তাকে জানিয়ে দেবো তার সঙ্গে কাজ করা সম্ভব না। সে যেই হোক।’
সঙ্গীতা দাস একজন জনসংযোগ কর্মী। তিনি জানান, কর্মস্থলে তার সঙ্গে এমনটা অসংখ্যবার ঘটেছে। তিনি বলেন, ‘আমার মনে হয় এমন পরিস্থিতিতে সরাসরি বলে দেওয়া উচিত। অামার বর্তমান কর্মস্থলে এমন কিছু ঘটেনি তবে আগের অফিসে এরকম ঘটনা ঘটেছে। আর সেখানে অামি স্পষ্ট ভাষায় আমার বিরক্তির কথা জানিয়েছি।’
এদিকে অভিনেত্রী লাবণী ভট্টাচার্য সম্পূর্ণ অন্যভাবে বিষয়টি দেখছেন। এই অভিনেত্রী মনে করেন, যুক্তি, এথিকস, মেয়েদের সম্মান দেওয়া এগুলো সব পুরুষ সহকর্মীদের জানা। তারপরও বারবার একই ঘটনা ঘটতে থাকে। তাই অন্যভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
লাবণী ভট্টাচার্য বলেন,‘কেউ যদি কথা বলতে বলতে বারবার এমনটা করে, তাহলে আমি কিচ্ছু না বলে, হাঁটু মুড়ে নিচু হয়ে যাব, তাহলে তার চোখের সামনে আমার চোখটা এসে যাবে। নিশ্চয়ই তখন সে বুঝতে পারবে। একবারে না বুঝলে, বারবার এমনটা করব এবং হাসতে হাসতে করব। তার পরে নিশ্চয়ই তার একটু লজ্জা করবে।’
সূত্র: এবেলা
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিএল নিলাম: ২কোটি ৭০লাখ রুপিতে যে দলে সাকিব, দেখেনিন মুস্তাফিজ ও তাসকিনের অবস্থান
- দেশে টাকা পাঠানোর উত্তম সময়: সৌদি রিয়াল রেটের অবিশ্বাস্য লাফ, দেখেনিন আজকের রেট কত
- সৌদি রিয়াল রেটের বিশাল পতন, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: আইপিএল নিলামে ঝড় তুললেন নাহিদ রানা
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 Auction: ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- আজকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে পাল্টে গেল বাংলাদেশের ১৮ বছরের ইতিহাস
- প্রথম দিনেই কঠিন হুঁশিয়ারি দিলেন মোস্তফা সরয়ার ফারুকী চারে দিকে উঠলো প্রশংসার ঝড়
- ৩ পরিবর্তন নিয়ে শেষ ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
- অনেক দিন পর সাব্বিরের ব্যাটে চার ছক্কার ঝড়
- IPL নিলাম ২০২৫: ১ কোটিতে সাকিব ও তাসকিন, ৭৫ লক্ষ রুপিতে তানজিম সাকিব, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- ব্রেকিং নিউজ: নাজমুল হোসেন শান্তকে হারালো বাংলাদেশ
- খেলার মোড় ঘোরালেন নাসুম আর ম্যাচে ম্যাচ সেরা হলেন অন্য যে ক্রিকেটার
- টি-টেন লিগে আকাশ ছোয়া মুল্যে দল পেলেন সৌম্য সরকার, দেখেনিন যে দলের হয়ে খেলবেন
- ব্রেকিং নিউজ: বাতিল ঘোষণা করলো আইসিসি, মুখ খুললেন সাকিব