ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

শাহরুখের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন ছোট্ট জাহ্নবী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৯ ১৭:৪৫:৪৪
শাহরুখের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন ছোট্ট জাহ্নবী

একবার ফিল্মফেয়ার অনুষ্ঠানে শাহরুখ খানের হাতে সেরা অভিনেতার পুরস্কার দিয়েছিলেন ছোট্ট জাহ্নবী। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ পেল সেই ভিডিওটি।

ভিডিওতে দেখা যাচ্ছে, ‘দেবদাস’ সিনেমার জন্য শাহরুখ খানের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দিচ্ছেন ছোট্ট জাহ্নবী। তার সঙ্গে মঞ্চে ছিলেন বাবা বনি কাপুর ও অভিনেত্রী প্রীতি জিনতা। সেরা অভিনেতা হিসেবে শাহরুখের নাম ঘোষণার আগে জাহ্নবীকে মাইকের সামনে তুলে ধরেন বনি। এরপর প্রীতি নাম ঘোষণা করেন। শাহরুখ মঞ্চে আসার পর তাকে পুরস্কার দেন জাহ্নবী।

এদিকে জাহ্নবীর প্রথম সিনেমা ‘ধাড়াক’ কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে। সম্প্রতি ট্রেলারও মুক্তি পেয়েছে। এই ট্রেলার দেখে অনেকেই জাহ্নবীর প্রশংসা করছেন। কেউ কেউ এমনও বলছেন, শ্রীদেবীর সঙ্গে তার মেয়ের মিল পাওয়া যাচ্ছে। এমন সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলো শাহরুখের হাতে জাহ্নবীর পুরস্কার দেওয়ার ভিডিওটি।

সূত্র: জি নিউজ ইন্ডিয়া

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে