ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘তারকা হলে এভাবে কথা বলা যায়?’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৯ ১৭:২০:০৯
‘তারকা হলে এভাবে কথা বলা যায়?’

১৭ জুন, রবিবার পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আনুশকার স্বামী বিরাট কোহলির মাধ্যমে। এরপর অনেকেই সামাজিক মাধ্যমে আনুশকার এই পরিবেশ সচেতনতার প্রশংসা করেন।

এদিকে সামাজিক মাধ্যমে ১৮ জুন, সোমবার মুখ খুলেছেন আরহান নামের ওই ব্যক্তি। তিনি রীতিমতো অবাক হয়েছেন আনুশকার ব্যবহার দেখে।

সামাজিক মাধ্যমে আরহান বলেছেন, ‘এই পোস্টের মাধ্যমে আমার কোনো প্রচার পাওয়ার উদ্দেশ্য নেই। ভয়ংকর! গাড়ি চালানোর সময় অসচেতন ভাবে আমি ছোট একটি প্লাস্টিক রাস্তায় ফেলেছিলাম। এ সময় আনুশকা হঠাৎ তার গাড়ি থামিয়ে চিৎকার করছেন। আমার অসচেতনতার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু অনুশকা যদি অন্যভাবে কথাটা বলতেন, তা হলে কি তার তারকাসুলভ ওজন কিছু কমে যেত? ভুল করে আমার গাড়ি থেকে প্লাস্টিক পড়েছে, মুখ থেকে তো নোংরা ভাষা বেরোয়নি।’

রবিবার আরহানকে প্লাস্টিক ফেলতে দেখে গাড়ি থেকে আনুশকা গম্ভীর গলায় বলেন, ‘আপনি রাস্তায় ময়লা ফেলছেন কেন? মনে রাখবেন, রাস্তায় আপনি এভাবে প্লাস্টিক ফেলতে পারেন না।’ এরপর সে ঘটনার ভিডিওটি শেয়ার করে বিরাট কোহলি বলেন, ‘দেখুন, এরা রাস্তায় ময়লা ফেলছেন। ভালো ব্র্যান্ডের গাড়িতে চলাফেরা করছেন, অথচ বুদ্ধি রয়েছে পায়ে। এরা আমাদের দেশকে পরিষ্কার রাখবে? … আপনিও যদি এমন কিছু দেখেন, একইভাবে প্রতিবাদ করুন, সচেতনতা ছড়িয়ে দিন।’

এদিকে আরহানের মা গীতাঞ্জলি এলিজাবেথ সামাজিক মাধ্যমে আনুশকা ও বিরাটকে উদ্দেশ্য করে বলেছেন,‘আপনারা দুজন ভিডিওটি পোস্ট করে গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার ভেঙেছেন। আপনারা হয়ত নিজেদের জগতে অনেক ক্ষমতা রাখেন, কিন্তু এই কাজটা সম্ভবত করেছেন সস্তা পাবলিসিটির জন্য। আপনারা আমার ছেলের মুখটা ঝাপসা না করেই পোস্ট করলেন!’

বিরাটের করা সেই পোস্ট

আরহান ও গীতাঞ্জলির পোস্টের পর অনেকেই এখন প্রশ্ন তুলেছেন, আনুশকা আরহানের সাথে যে ব্যবহার করেছেন তা অাসলেই ঠিক ছিল কি?

সূত্র: আনন্দবাজার

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে