ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

যে কারনে ঈদের দিনেও বাবার দেখা পেল না জয়

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৯ ১৬:৪৭:৫৯
যে কারনে ঈদের দিনেও বাবার দেখা পেল না জয়

এবারের ঈদুল ফিতরটা একটু ভিন্ন রকম আবহ কেটেছে অপুর। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ঈদে শুধু ছেলেকে নিয়েই দিন পার করেছেন অপু।

ফেসবুকে আব্রামের দুটি ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানান অপু। এরপর অনেকেই সে ছবির কমেন্ট বক্সে গিয়ে শুভেচ্ছা জানান আব্রামকে। ছবিতে ছোট্ট আব্রামকে ঈদের পাঞ্জাবি আর মাথায় টুপি পরা অবস্থায় দেখতে পাওয়া যায়।

ফেসবুকে পোস্ট করা ছবিতে মা অপুর কোলে আব্রামকে বেশ হাসি-খুশিই দেখা যায়। অপুর হাস্যোজ্জ্বল মুখ দেখেও বোঝা যায় ছেলের সঙ্গ অপুকে বেশ আনন্দ দেয়। তারপরও কীভাবে কাটল অপু বিশ্বাস আর আব্রামের ঈদ? ঈদের দিন বাবা শাকিব খানের সঙ্গে দেখা হয়নি আব্রামের।

অপু জানান, ‘সকালে ঘুম থেকে ওঠার পর আব্রামকে ঈদের আনন্দ উপভোগের জন্য আমিই প্রস্তুত করি। এরপর সকালের খাবার খাওয়া শেষে পরিবারের অন্যদের সঙ্গে সময় কাটায় সে। দুপুরেও বাসাতেই ছিল আব্রাম। এরপর বিকেলে গাড়ীতে ঘুরতে বের হই। সন্ধ্যার কিছুটা পরে বাসায় ফিরি। রাতে বাসাতেই ছিল।’

এর মধ্যে শাকিব খানের সঙ্গে দেখা হয়নি? ‘না’। কেন দেখা হয়নি? তার কোন কারণ জানাতে পারেননি অপু।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে