ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

খেলা না দেখার দলে তারা!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৮ ১৮:২৯:৩৬
খেলা না দেখার দলে তারা!

মমআমি খেলা বুঝি না। তবে মাঝে মাঝে দেখার চেষ্টা করবো। বোঝার চেষ্টা করবো সবাই মিলে একটা বল নিয়ে মাঠে তারা কী করে! তবে এটুকু নিশ্চিত আমি, যে দল ভালো খেলবে সে দলই জিতবে।

পূর্ণিমাখেলা দেখি না, বুঝিও না। বানিয়ে বানিয়ে বলার অভ্যাসও নেই। তবে চারপাশের মানুষের মধ্যে খেলা নিয়ে যে উন্মাদনা—সেটা দেখতে ভালোই লাগে।

বাঁধনখেলা তো বুঝি না, দেখিও না। এ নিয়ে বলতে গেলে আমার দাঁত সব ভেঙে যাবে। তাই আর না বলি। তাছাড়া যে আসরে বাংলাদেশ নেই, সেটা নিয়ে এত আগ্রহের কী আছে!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে