ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বক্স অফিসে ঝড় তুলছে ‘রেস থ্রি’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৮ ১১:০৮:০২
বক্স অফিসে ঝড় তুলছে ‘রেস থ্রি’

আর সেইসব ফ্যানেদের সৌজন্যেই প্রথমদিনই কামাল করল ‘রেস থ্রি’। প্রথমদিন বক্স অফিসে ২৯ কোটি ১৭ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। বলিউডে চলতি বছরে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ ওপেনিং। টাইগার ও দিশা পাটানির ‘বাঘি টু’-কেও ছাপিয়ে গেল সালমানের ক্যারিশমা।

বরাবরই সলমন বলে এসেছেন, তিনি চান তার ছবি যেন গোটা পরিবার একসঙ্গে বসে উপভোগ করতে পারেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, ববি দেওলদের সঙ্গে নিয়ে ফের দর্শকদের মন কেড়েছেন ভাইজান।

এখবরও শোনা গিয়েছিল, ছবি মুক্তির আগেই নাকি ছবি তৈরির খরচ পকেটে পুরে ফেলেছিলেন প্রযোজক। কীভাবে? ১৩০ কোটি টাকা দিয়ে নাকি ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে। যা হার মানিয়েছে আমির খানের দঙ্গলকেও। আর মুক্তির পর তো রেকর্ড গড়েই ফেলেছে ‘রেস থ্রি’। অর্থাৎ অর্থের অঙ্কে আরও একবার যে আকাশ ছোঁবে সালমানের ছবি, তা বলাই বাহুল্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে