ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

এবার মুখ খুললেন অপু, বুবলির প্রেগনেন্ট হওয়ার বিষয়ে একি বললেন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৫ ০০:০৫:৩৯
এবার মুখ খুললেন অপু, বুবলির প্রেগনেন্ট হওয়ার বিষয়ে একি বললেন

আবার অনেকে মনে করছেন, এমনও তো হতে পারে বুবলি সিনেমার কোন এক অংশে প্রেগনেন্ট থাকে। আর এসবের উত্তর পেতে অপেক্ষা করতে হত সিনেমাটি মুক্তি পর্যন্ত।

কিন্তু এ নিয়ে বুবলী এবার মুখ খুললেন। চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাতকারে বুবলী বলেন, শুটিং-এর সময় যারা ছিলেন তাদের কারণে এখন অনেকেই এটা নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন। ক্যামেরার অ্যাঙ্গেলটা এমন ছিল তারা বোঝে নাই? অথচ সামনাসামনি পোশাকে আমাকে এমন বোঝা যাইনি। ক্যামেরাতে আমাকে এমন লাগবে এটা তো তারা বুঝবে। পরে এডিট করা যেত।

এদিকে বুবলির প্রেগনেন্ট হওয়ার বিষয়ে একি বললেন অপু! এই বিষয়ে অপু বলেন,‘ কে প্রেগনেন্ট হলো তাঁর খবর আমি কিভাবে বলবো। যার ইচ্ছে সে প্রেগনেন্ট হয়েছে। প্রেগনেন্ট হতেই পারে। আমিও প্রেগনেন্ট হয়েছিলাম। অনেকবার অ্যাবরশনও করিয়েছি। এ নিয়ে আসলে আমার কিছু বলার নেই’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে