ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সালমানের কোলে শাহরুখ!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৪ ১৭:১৬:০৪
সালমানের কোলে শাহরুখ!

কিন্তু টিজার তো মুক্তি পেতেই পারে! আর তাতে প্রিয় বন্ধু সালমান খানও থাকতে পারেন। হ্যাঁ, ফের একবার সিনেমায় পর্দায় একসঙ্গে বলিউডের ‘করণ-অর্জুন’। ঈদের অবসরেই প্রকাশ্যে এল ‘জিরো’র নতুন টিজার। দুই খানের যুগলবন্দিতে পর্দায় যেন বিনোদনের বিস্ফোরণ ঘটেছে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকা।

‘জিরো’র প্রথম টিজারেই চমকে দিয়েছিলেন শাহরুখ। ছবিতে বামনের চরিত্রে দেখা যাবে তাকে। এর জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি। পরিচালক আনন্দ এল. রাইয়ের এ ছবিতে শাহরুখের চরিত্রের নাম বুয়া সিং। যার স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে ওঠে আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ, অভয় দেওল, তিগমাংশু ধুলিয়া। নতুন এ টিজারেও শাহরুখের বুকে বিদ্যমান ক্যাটরিনা। তবে তার চেয়েও বেশি আকর্ষণীয় এক মঞ্চে দুই খানের বিন্দাস নাচ।

সম্পর্ক অনেক চড়াই-উতরাই দেখেছেন দুই খান। মাঝে হয়েছে বিচ্ছেদ। দীর্ঘদিন একে অন্যকে এড়িয়ে চলেছেন। কিন্তু সময় সমস্ত আবেগকে প্রশমিত করে দেয়। তাই মান-অভিমানের পালাও হয়েছে অতীত। এমনই এক ঈদের আগের ইফতার পার্টিতে ফের কোলাকুলি করতে দেখা গিয়েছিল শাহরুখ-সালমানকে। ফের দুই খানের সম্পর্ক হয়েছে মধুর।

তাই বন্ধুর ছবিতে ক্যামিও(অল্প সময়ের জন্য অভিনয়) করতে আপত্তি করেননি সালমান। তাতে অবশ্য লাভ দর্শকদেরই হয়েছে। নতুন এই টিজারে শাহরুখ-সালমান ম্যাজিকে মুগ্ধ হয়েছেন সকলে। তবে কেবল সালমান নয়, প্রায় গোটা বলিউডই শামিল হয়েছে শাহরুখের এই রিল লাইফের সফরে। দীপিকা, আলিয়া, কাজলের মতো একাধিক হাই প্রোফাইল নাম রয়েছে ক্যামিওর তালিকায়।

দেখুন টিজার

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে