ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নির্বোধেরা ভাঙ্গল ৩২ কোটি বছরের পুরনো পাথর

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৪ ১৫:২২:৫১
নির্বোধেরা ভাঙ্গল ৩২ কোটি বছরের পুরনো পাথর

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, ঘুরতে যাওয়ার নাম করে একদল পর্যটক ‘ব্রিমহ্যাম’ নামের প্রাচীন ওই পাথরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। টানা বত্রিশ কোটি বছর ধরে যে পাথরটি সবার চোখে রহস্য হয়ে ঝুলেছিল, তা ধ্বংস করতে বোকাদের খরচ হয় মাত্র কয়েক সেকেন্ড!

প্রতিবেদনে বলা হয়, প্রকৃতির ওই রহস্যময় পাথরটিকে দেখতে প্রতিবছর কয়েক হাজার পর্যটক স্থানটিতে ভ্রমণ করতেন। আর সেই পাথরের মূল্য না বুঝে একদল তরুণ-তরুণী ধাক্কা দিয়ে তা ফেলে দেয়।

নাম পরিচয় প্রকাশ না হলেও এই অপকর্মের সঙ্গে ৫ তরুণ-তরুণী জড়িত বলে প্রতিবেদনে বলা হয়। আর নর্থ ইয়র্কশায়ারের অবস্থিত পর্যটন স্থানটিতে সর্বনাশটি ঘটে যায় চলতি মাসের প্রথম দিনে।

প্রতিবেদনে বলা হয়, বরফ যুগের ওই পাথরটি কালের আবর্তে অদ্ভুত আকার আর অবস্থান নেয়। দূর থেকে মনে হতো, পাথরটি যেন আলগা হয়ে ভাসমান অবস্থায় রয়েছে। কিন্তু বছরের পর বছর ধরে একইভাবে দাঁড়িয়েছিল সেটি।

পর্যটকেরা পাথরটি দেখেই আশঙ্কা করতেন, কখন যেন সেটি পড়ে গিয়ে ভেঙ্গে যায়। আশঙ্কাটা সত্যি হলেও তা কিন্তু প্রাকৃতিক কারণে ঘটলো না। ঘটে নির্বোধ কিছু মানুষের হাতেই! সেই সঙ্গে হারিয়ে গেল ৩২ কোটি বছরের পুরনো এক প্রাকৃতিক স্থাপত্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে