ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সালমানকে খুনের পরিকল্পনার দলে ছিলেন ভারতীয় জওয়ান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৪ ১৫:১৩:০৫
সালমানকে খুনের পরিকল্পনার দলে ছিলেন ভারতীয় জওয়ান

আটক ওই জওয়ানের নাম দীনেশ কুমার। বয়স ২৯ বছর। তার বাড়ি রাজস্থানে। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কিছুদিন আগে কাজ থেকে ছুটি নিয়েছিল দীনেশ। কিন্তু ছুটি শেষ হয়ে যাওয়ার পরও সে সেনাদলে যোগ দেয়নি। মনে করা হচ্ছে, সালমানকে খুনের যে পরিকল্পনা করা হয়েছিল, তার সঙ্গে যুক্ত ছিল দীনেশ।

ভারতের মোহালির এসএসপি কূলদীপ সিং চাহল জানিয়েছেন, সম্পত নেহেরার দলের সক্রিয় সদস্য ছিল দীনেশ কুমার। সাম্প্রতিকতম তিনটি অপরাধের সঙ্গে সে যুক্ত ছিল। তার মধ্যে রয়েছে মোহালি ও পাঁচকুলায় অপহরণ ও ডাকাতের মতো ঘটনাও।

এই সপ্তাহের গোড়ার দিকে সম্পত নেহেরাকে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ। নেহেরার বয়স ২৮ বছর। কিছুদিন আগে মুম্বাইয়ে রেইকি করতে গিয়েছিল সে। পরিকল্পনা যাতে কোনওভাবে বানচাল না হয়, তার জন্য চেষ্টার কোনও কসুর করেনি। অভিনেতার বাড়ির ছবি তুলে সে নিয়ে আসে। আশপাশের রাস্তার পরিদর্শনও করে আসে। নিজের মোবাইল ফোনে গোটাটাই রেখে দেয় । বিষ্ণুইরা সালমান খানকে খুনের হুমকি দিয়েছিল। কৃষ্ণসার হত্যার জন্য সালমানের উপর রেগে ছিল তারা। তারই ফলশ্রুতি হিসেবে সালমানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হয় বলে মনে করছে পুলিশ। সম্পত নেহেরা একজন শার্প শুটার পাশাপাশি বিষ্ণুই সংগঠনের সদস্য।

৯ ও ১০ জুন দীনেশ এবং দলের অন্য সদস্যদের বিরুদ্ধে পাঁচকুলায় একটি গাড়ি চুরির অভিযোগ ওঠে। মোহালির গুজরাট আবাসিক এলাকা থেকে গান-পয়েন্টে ৬০ হাজার টাকা লুট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। মোহালি তদন্ত সংস্থার ইনচার্জ ত্রিলোচন সিং বলেন, ‘গত ন’বছর দীনেশ সেনাবাহিনীতে কাজ করছে। কেন ছুটির মেয়াদ শেষ হওয়ার পরে সে কাজে যোগ দেয়নি, তা নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে