ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

এবার আলোচিত অভিনেত্রী প্রভার ফাঁদে সজল!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৪ ০০:০৪:৪৫
এবার আলোচিত অভিনেত্রী প্রভার ফাঁদে সজল!

গল্পটা এমন- পিজা ডেলিভারি দিতে এসে আবেদনময়ী লুনার ফাঁদে পরে সজল। কাজ শেষ করে সে দ্রুত প্রস্থান করতে চাইলেও লুনা তাকে আটকে রাখার চেষ্টা করে। খুব দ্রুতই সজল লুনার প্রেমের ফাঁদে পা দেয়।

গত লম্বা সময় প্রেমের সম্পর্ক ভাঙার পর থেকে লুনা ছেলে জাতির প্রতি একধরনের বিদ্বেষ মনোভাব নিয়ে প্রতিশোধের সুযোগ খুঁজে বেড়ায়। সহজ সরল সজল লুনার এই কূট কৌশল কোনোভাবেই আঁচ করতে পারে না। ফেঁসে যায় সে।

নাটকটির নাম ‘টক ঝাল মিষ্টি’। রচনা ও পরিচালনায় আছেন সুমন আনোয়ার। আর কেন্দ্রীয় দুটি চরিত্র করেছেন সজল ও প্রভা। এটি ঈদের দিন রাত ৮টা ৪৫মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে