ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মাদক সম্রাটের বাসায় এলাকাবাসীর ঝাড়ু মিছিল

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৩ ২৩:৫৪:২৫
মাদক সম্রাটের বাসায় এলাকাবাসীর ঝাড়ু মিছিল

গেলো ৫ জুন যশোর আত্মগোপন করে ব্যবসা পরিচালনা করার সময় ৯ হাজার পিস ইয়াবাসহ অতিম শিকদার বিশুকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় যশোর মডেল থানা পুলিশ। এরপর থেকে কালীগঞ্জ পৌর এলাকার নিশ্চিন্তপুরে বিশুর মা নিজ বাড়িতে ব্যবসা করে আসছে।

এর প্রতিবাদে বুধবার দুপুরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বাড়ি ঘেরাও করে ভাংচুর করে। পরে কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হয়।

এসআই বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসীর অভিযোগ, বিশু ও তার পরিবার মাদক ব্যবসা করে থাকেন। এতে এলাকারা অনেকে নষ্ট হয়ে যাচ্ছে। খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে সামনে অবস্থা আরও খারাপ হবে। এই বাসায় মা ছেলে দুই জনেই মাদক ব্যবসা করে। ছেলে এনে দেয় আর মা বিক্রি করে। পরো এলাকাটাই তাদের জন্য নষ্ট হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে