ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

দেহব্যবসায় জড়িত দুই ‘মডেল’ হাতেনাতে গ্রেফতার

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৩ ২৩:৫৩:১৩
দেহব্যবসায় জড়িত দুই ‘মডেল’ হাতেনাতে গ্রেফতার

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মীরা রোডের ওই সালোঁতে গ্রাহকদের আকৃষ্ট করতে গ্রেফতারকৃত দুই মডেলকে ব্যবহার করত এক নারী৷ একটি শো চলাকালীন ওই মডেলদের সঙ্গে পরিচয় হয়েছিল নারীর৷

২ মডেলের মধ্যে একজন কর্ণাটক এবং অপরজন বিহারের৷ এছাড়া ওই সালোঁ থেকে আরও ২ নারীকে উদ্ধার করেছে পুলিশ৷গ্রেফতারকৃতদের না-পরিচয় প্রকাশ না করলেও জানা গেছে, তারা মিডিয়ায় বেশ পরিচিত মুখ।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে গ্রাহকবেশে এক ব্যক্তিকে পাঠায়৷ শনিবার সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানান, ভয়ন্ডর অ্যাসিট্যান্ট সুপারিন্টেডেন্ট অব পুলিশ অতুল কুলকার্নি৷ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে