ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

ঈদ মানেই নানা রঙের মোশাররফ করিম

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৩ ১২:৫৬:০৪
ঈদ মানেই নানা রঙের মোশাররফ করিম

এরমধ্যে একটি হলো সাগর জাহানের ‘ফ্যাটমান’ নাটকের মটু চরিত্র। এমন চরিত্রে দর্শক তাকে প্রথমবারের মতো দেখবে বলে জানান নির্মাতা। এছাড়া তার অভিনীত জনপ্রিয় সিরিজ ‘যমজ-৯’ নাটকেও তাকে দেখা যাবে ভিন্নভাবে। মুখভর্তি দাড়ি, রোদে পুড়ে যাওয়া কুচকুচে কালো মুখ, ইয়া বড় ভুঁড়ি।

ঈদের জন্য নির্মিত তার অভিনীত ‘মাছের দেশের মানুষ’, ‘প্রফেসর ডাব্লিউ’সহ বেশ কিছু নাটকেও তিনি থাকছেন ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে। মোশাররফ করিম বলেন, নির্মাতারা আমাকে যেভাবে চান আমি সেভাবে চরিত্রটি দর্শকের সামনে উপস্থাপন করি। একজন শিল্পীকে একজন নির্মাতা নানাভাবে আবিষ্কার করতে পারেন।

ঈদে মোশাররফ করিমের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আরো রয়েছে সাগর জাহানের ‘মাহীনের লাল ডায়েরি’ ও মুরসালিন শুভর ‘তোমাকে চাই’।এছাড়া আরটিভিতে হতে যাচ্ছে ৬দিন ব্যাপী মোশাররফ উৎসব। যেখানে প্রতিদিন দেখানো হব তার নাটক, ‘গুলজার’, ‘শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে’, ‘শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে’, ‘লক্ষ্মী ছেলে’, ওপেনটি বায়োস্কোপ, ‘জীবন বাবুর চিঠি’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে