ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

চিত্রনাট্য শুনে যদি সালমান বলেন, 'কাল বলব', তাহলে....

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১৩ ১২:০৫:০৯
চিত্রনাট্য শুনে যদি সালমান বলেন, 'কাল বলব', তাহলে....

তাকে প্রশ্ন করা হয়, এখন যেসব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলোর জন্য অভিনেতা হিসেবে তিনি সন্তুষ্ট কিনা। এই প্রশ্নের বেশ আকর্ষণীয় জবাব দিয়েছেন সালমান। তিনি জানান, যে সিনেমার চিত্রনাট্য তার প্রথমেই ভালো লেগে যায়, শুধু সেই সিনেমাগুলো করতেই তিনি পছন্দ করেন। যদি কোনও চিত্রনাট্য শুনে বলেন যে, ‘কাল বলব’ বা ‘আমার কিছুটা সময় চাই’, তার মানে ওই সিনেমায় তিনি কখনওই অভিনয় করবেন না।

রেস ৩ সিনেমার চিত্রনাট্যে কিছু বদল ঘটানোর পর চুক্তি সই করেন সালমান। ২০১৫-তে খবর এসেছিল, আব্বাস মস্তান এই সিনেমা সাইফ আলি খানকে নিয়েই তৈরি করবেন। পরের বছর খবর পাওয়া যায়, প্রযোজক রমেশ নৌরানি সালমানকে প্রস্তাব দিয়েছেন। তখন সালমান চিত্রনাট্যে কিছু বদলের প্রস্তাব দেন। রেস ৩-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এ কথা বলেন সালমান।

১৫ জুন রেস ৩ মুক্তি পাবে। এই সিনেমায় সালমান ছাড়াও রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, অনিল কাপুর ও ববি দেওলের মতো তারকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে