ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ঈদে আসছে ‘যমজ ৯’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১২ ১৩:১২:৩০
ঈদে আসছে ‘যমজ ৯’

বাবার চরিত্রে মোশাররফ করিমকে দেখা যায় মুখভর্তি দাড়ি, রোদে পুড়ে যাওয়া কুচকুচে কালো মুখ এবং ইয়া বড় ভুঁড়িওয়ালা। তার কানে লাগানো থাকে একটি শ্রবণ যন্ত্র। কেউ তার কাছে টাকা পয়সা বা আর্থিক সাহায্য চাইলেই তার কানের মেশিনে ডিস্টার্ব শুরু করে। তখন তিনি কানে কিছু শুনতে পান না।

এ দিকে তার বড় ছেলের দৃষ্টি খুব উঁচুতে। সে মডার্ন জীবন যাপন করতে চায়। গ্রামের সবাইকে বোঝাতে চায় যে সে অন্যদের থেকে আলাদা। আর ছোট ছেলে বোকা কিসিমের। সে নানা ধরনের বোকামি করে বেড়ায়, উদরপূর্তি করে খাওয়াতেই তার সর্বাধিক আনন্দ।

নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম। এবারের পর্বে অন্যান্য অভিনয় শিল্পীতে পরিবর্তন আনা হয়েছে। মোশাররফ করিম ছাড়াও এবারের সিক্যুয়েলে থাকছেন অ্যানি খান ও মনিরা মিঠু। নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৩৫ মিনিটে প্রচার হবে বলে প্রিয়.কমকে জানিয়েছেন আরটিভির জনসংযোগ কর্মকর্তা সুমন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে