ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ট্রাম্প-কিমকে ‘দুই স্বৈরাচার’ বললেন উপস্থাপিকা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১১ ২০:৪৮:৪১
ট্রাম্প-কিমকে ‘দুই স্বৈরাচার’ বললেন উপস্থাপিকা

জুন ১২ তারিখে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য উত্তর কোরিয়া সম্মেলনে বৈঠকে বসবেন ট্রাম্প ও কিম।

রোববার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানের উপস্থাপিকা অ্যাবি হান্টসম্যান এই সম্মেলনকে ‘দুই স্বৈরাচারের বৈঠক’ বলে অভিহিত করেন।

‘ফক্স ও ফ্রেন্ডস’-এর ওই পর্বে আমন্ত্রিত ছিলেন অ্যান্থনি স্কারামুচ্চি। অ্যান্থনি হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়ার ১০ দিনের মাথায় তাকে বরখাস্ত করা হয়। তিনি বহুল আলোচিত ট্রাম্প-কিম বৈঠক নিয়ে আলোচনা করেন।

ট্রাম্পের সিঙ্গাপুরে উপস্থিত হওয়ার ভিডিও দেখিয়ে হান্টসম্যান বলেন, ‘এটা ইতিহাস’।

‘এই বৈঠকে দুই স্বৈরাচারের মধ্যে যাই হোক না কেন, আমরা এখন যা ঘটতে দেখছি তা ইতিহাস’ যোগ করেন তিনি।

মজার বিষয় হচ্ছে ট্রাম্পকেও কিমের মত স্বৈরাচার বলায় অনুষ্ঠানে উপস্থিত অন্য দুজন কোনো প্রতিক্রিয়াই দেখায়নি। হান্টসম্যানের বক্তব্যের ঠিক পরপরই অ্যান্থনি ট্রাম্পের পররাষ্ট্রনীতির উচ্চ প্রশংসা শুরু করেন।

পরে হান্টসম্যান ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘আপনারা জানেন লাইভ টিভিতে অনেক সময় সব কিছু নিখুঁতভাবে বলা সম্ভব হয় না। আমি প্রেসিডেন্ট ট্রাম্প আর কিম জং উন দুজনকেই স্বৈরাচার বলে অভিহিত করেছি। আমি এটা করতে চাইনি। ভুল করেছি, অতএব ক্ষমা চাইছি।’

কিন্তু টুইটারসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা হ্যান্টসম্যানের শব্দচয়নের প্রশংসা করে বলেন, এটা ট্রাম্প সম্পর্কে ফক্স নিউজের অন্যতম সৎ সাংবাদিকতা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে