ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

রণবীরের ‘মা-বাবার সঙ্গে থাকবেন’ দীপিকা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১১ ১৪:১৯:৫০
রণবীরের ‘মা-বাবার সঙ্গে থাকবেন’ দীপিকা

বি-টাউনে কান পাতলে এমনই শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে দীপিকা কিংবা রণবীরের পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

কিছুদিন আগেই মুম্বাইয়ের বান্দ্রার এক খ্যাতনামা গয়নার দোকানে মায়ের সঙ্গে ঢুকতে দেখা যায় দীপিকাকে। এবার শোনা যাচ্ছে, দীপিকা-রণবীর বিয়ের আগেই তাদের বাড়ি গোছাচ্ছেন।

একটি সূত্রের বরাত দিয়ে ‘মিড-ডে’র খবরে বলা হয়, রণবীর মুম্বাইয়ের খার অঞ্চলে একটা ভবনের দুটি ফ্লোর কিনেছেন, যেখানে তিনি থাকছেন মা-বাবার সঙ্গে। সেখানেই দীপিকার তত্ত্বাবধানে বাড়ি সাজানো-গোছানোর কাজ চলছে। রণবীরের সঙ্গে বিয়ের পর ওই বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গেই থাকবেন দীপিকা।

বলিউড অভিনেত্রী দীপিকা যে বিয়ের পর পুরোদস্তুর সংসারী হতে চান, তা জানেন অনেকেই। আর তাই তিনি রণবীরের বাবা-মায়ের সঙ্গেই থাকতে চাইবেন, সেটাই স্বাভাবিক বলে মনে করছেন কেউ কেউ।

দীপিকা-রণবীর দেশের বাইরে নাকি মুম্বাইয়ে বিয়ে করবেন, এ বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তাদের বিয়ে নিয়ে পাডুকোন ও সিং পরিবারে আলোচনা চলছে। তবে শোনা যাচ্ছে, দেশের বাইরে বিয়ের অনুষ্ঠান হলেও মুম্বাই ও ব্যাঙ্গালুরুতে বিশেষ অভ্যর্থনার আয়োজন করা হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে