ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

বলিউড তারকাদের রোলস রয়েস কালেকশন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১১ ১৪:০২:৪২
বলিউড তারকাদের রোলস রয়েস কালেকশন

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত সুপারস্টার আমির খানের রয়েছে একটি রোলস রয়েস ঘোস্ট। রোলস রয়েসের মধ্যে এটির দাম অনেক কম। কম দাম হলেও এটির মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানা গেছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ‘১’ করতে ৩ লাখ টাকা অতিরিক্ত খরচ করতে হয় আমিরকে।

ভারতীয় অভিনেত্রী ও বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়ার আছে একটি কাস্টমাইজড রোলস রয়েস। প্রিয়াঙ্কা রোলস রয়েস ঘোস্ট কিনে তাতে ফুড কন্টেনার লাগিয়ে নেন।

‘বলিউডের শাহেনশাহ’ খ্যাত অমিতাভ বচ্চনের রয়েছে একটি রোলস রয়েস ফ্যান্টম। সাড়ে নয় কোটি টাকার এই রোলস রয়েসটি বিধুবিনোদ চোপড়া তাকে উপহার দিয়েছিল। জানা গেছে, ‘একলব্য: দ্য রয়্যাল গার্ড’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য তাকে এই গাড়িটি উপহার হিসেবে দেন বিধুবিনোদ।

ভারতের ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী অভিনেতা প্রভাস ছবি হিট হওয়ায় আনন্দে একটি রোলস রয়েস ঘোস্ট কিনে ফেলেন। গাড়ি কিনে তিনি একটি পার্টিরও আয়োজন করেন।

‘মুন্নাভাই এমবিবিএস’ তারকা সঞ্জয় দত্ত তার স্ত্রী মান্যতাকে সাদা রঙের রোলস রয়েস ঘোস্ট উপহার দেন।

বলিউডের ভাইজান সালমান খান তার বোন অর্পিতাকে বিয়ের উপহার হিসেবে একটি নতুন রোলস রয়েস ফ্যান্টম উপহার দিয়েছিলেন। গাড়িটির মূল্য সাড়ে ৯ কোটি টাকারও বেশি ছিল।

সালমান খানের মতো শাহরুখ খানেরও পছন্দ রোলস রয়েস ফ্যান্টম।

হৃতিক রোশন তার ৪২তম জন্মদিনে নিজেই নিজেকে একটি রোলস রয়েস ঘোস্ট উপহার দেন।

বলিউডের সবচেয়ে ব্যস্ততম অভিনেতা অক্ষয় কুমারের রয়েছে একটি রোলস রয়েস ফ্যান্টম।

সূত্র: আনন্দবাজার

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে