ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ঈদে হানিফ সংকেতের নাটক

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১১ ১২:৫৩:০১
ঈদে হানিফ সংকেতের নাটক

হানিফ সংকেতের ঈদ নাটকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য থাকে। থাকে সামাজিক বক্তব্য। ব্যতিক্রম নয় এবারও।

দুটি পরিবার নিয়ে রচিত রয়েছে ‘বিশ্বাসের নিঃশ্বাস নাই’। এতে দেখা যাবে, শফিক সাহেব ও দুলাল সাহেব দুটি পরিবারের প্রধান।

শফিক সাহেবের দুটি মেয়ে এবং দুলাল সাহেবের দুটি ছেলে। শফিক সাহেবের দুই মেয়ে দুই মেরুর। দুলাল সাহেবের ছেলেরাও তেমনি। ছেলেমেয়েদের নিয়ে শফিক সাহেব আর দুলাল সাহেবের পরিবারের মধ্যে ঘটতে থাকা নানা ঘটনা।

এ প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ‘আমরা বলি নিঃশ্বাসের বিশ্বাস নাই আর সে জন্যই পথেঘাটে মানুষ মরে-অকালে প্রাণ ঝরে, তেমনি অবিশ্বাসের চক্করে পরে কথায় কথায় বিশ্বাস মরে। সুতরাং বলা যায়, এখন বিশ্বাসেরও নিঃশ্বাস নাই।’

নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, আনিসুর রহমান মিলন, নওরীন হাসান খান জেনী, মোনালিসাসহ অনেকে।

‘বিশ্বাসের নিঃশ্বাস নাই’ এটিএন বাংলায় ঈদের দিন রাত সাড়ে ৮টায় প্রচার হবে।

এছাড়া পরের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে