ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আসিফের জামিনে যা বললেন তার স্ত্রী মিতু

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১১ ১২:৩৭:৫৬
আসিফের জামিনে যা বললেন তার স্ত্রী মিতু

এর আগে এই আদালতে দ্বিতীয়বা‌রের ম‌তো আসিফের জা‌মিন শুনানী হয়। অাদালত শুনানি শে‌ষে ১০ হাজার টাকার মুচ‌লেকায় তার জা‌মিন মঞ্জুর ক‌রেন।

আসিফের অাইনজীবী ‌ফার‌ুক অাহ‌মেদ ব‌লেন: অাগামী চার্জ‌শিট দা‌খিল পর্যন্ত এই জা‌মিন মঞ্জুর করা হ‌য়ে‌ছে।

এই শুনানিতে সন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন অা‌সিফের স্ত্রী সালমা অা‌সিফ।

সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার হন আসিফ।

আসিফের বিরুদ্ধে করা মামলার অভিযোগ নামায় শফিক তুহিন উল্লেখ করেছেন, গত ১ জুন একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ আকবর তার অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছে।

পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে অন মোবাইল প্রা. লি. কনটেন্ট প্রোভাইডার, নেক্সনেট লি. গাক মিডিয়া বাংলাদেশ লি. ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টিউন, ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি, ফুলট্রেক, ওয়াল পেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্ট ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে