ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

প্রাইভেটকারে তুলে তরুণীকে ধর্ষণকালে আটক রনি, উলংগ করে পিটালো জনতা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১০ ১৫:৩০:৩৩
প্রাইভেটকারে তুলে তরুণীকে ধর্ষণকালে আটক রনি, উলংগ করে পিটালো জনতা

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রনি বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ছাত্র। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তার জিমের ব্যবসা রয়েছে বলে জানা গেছে।

রনির এই কুকর্মের প্রত্যক্ষদর্শী ছিলেন রাফি আহমেদ নামে এক ব্যক্তি। তিনিসহ ঘটনাস্থলে উপস্থিত থাকা জনসাধারণ রনিকে আটক করে। এ সময় রাফি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। সেই ভিডিও এখন ফেসবুকে ভাইরাল।

রাফি আহমেদের পোস্টের পর রনি হককে ফেসবুক ব্যবহারকারীরা চিহ্নিত করেন এবং তার ফেসবুক আইডি শেয়ার করে বিচার দাবি করেন।

ভিডিওসহ দেয়া ওই পোস্টে রাফি আহমেদ লেখেন, ‘আজ অফিস থেকে ফেরার পথে মোহাম্মদপুর, কলেজগেট সিগন্যালে ঠিক আমার সামনের গাড়িটাতে লক্ষ্য করে দেখি ভেতরে একটি ছেলে ও একটি মেয়ে ধস্তাধস্তি করছে এবং গাড়ির ড্রাইভারের গাড়ি চালানোর ভঙ্গিমা দেখে মনে হচ্ছিল যে, সে গাড়িটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে দুর্ভাগ্য তাদের, রাস্তায় তীব্র জ্যাম থাকায় গাড়িটি বেশি দূর যেতেপারেনি। এমতাবস্তায় আমি আমার গাড়ি থেকে নেমে সামনে যেতে যেতে দেখি আরও কিছু লোক গাড়িটির দিকে লক্ষ্য করে এগোচ্ছে। তখনো ভাবতে পারিনি এতটা নিচ ও নিকৃষ্ট ঘটনার চাক্ষুস প্রমাণ হতে যাচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘আমি গাড়িটির কাছে যেতেই দেখি ছেলেটি মেয়েটিকে ধর্ষণ করছে। গাড়ির দরজা খুলে প্রথমে আমরা মেয়েটিকে বাইরে বের করে নিয়ে আসি, পরে অপর পাশের দরজা খুলতেই দেখি অতিপরিচিত সেই ছেলেটি অর্থাৎ বড়লোক বাবার বখে যাওয়া নষ্ট সন্তান। ছেলেটিকে বাইরে বের করতে গিয়ে সহ্য করতে হয়েছে বাজে মদের গন্ধ। আর নিজেকে সামলাতে পারলাম না। অতঃপর বসিয়ে দিলাম ওই জানোয়ারের কানের নিচে আমার বাম হাতের পাঁচ আঙুলের চিহ্ন। এরপর ক্ষুব্ধ জনতা চিলের মতো করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের বাকি দায়িত্ব পালন করল। পরে মেয়েটির কাছ থেকে জানতে পারলাম— ওই নরপিশাচটা মেয়েটিকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে এসেছে।’

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ পরিবর্তন ডটকমকে বলেন, ‘গভীর রাতে সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে অজ্ঞাত তরুণীকে জোর করে প্রাইভেটকারে তুলে ধর্ষণের চেষ্টা করেছিলেন রনি হক নামের যুবক। অভিযোগ পাওয়ার পর তাকে আটক করা হয়েছে।’

এ বিষয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে