ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

হলিউডের বাড়ি বিক্রি করছেন উদয় চোপড়া

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১০ ১১:৪৮:২৩
হলিউডের বাড়ি বিক্রি করছেন উদয় চোপড়া

২০১৩ সালে আমেরিকায় শিফট করেন উদয়। ২০১৬ সালে হলিউড হিলসে একটি বাড়ি কেনেন। লস অ্যাঞ্জেলস-এ সান্তা মনিকা পর্বতের একটা অংশ হলিউড হিলস নামে পরিচিত। তারপর থেকে এই বাড়িতেই থাকতে শুরু করেন উদয়।

কেনার পর উদয় এই বাড়িটি নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলেন। বাড়িটির ৪টা বেডরুম আছে। ৪টা বেডরুমের মধ্যে একটা মাস্টার বেডরুম। যার সঙ্গে যুক্ত একটি ব্যালকনি।

একটি সেন্টার আইল্যান্ড কিচেন এবং একটা বসার জায়গাও আছে। আর বসার জায়গার পাশেই আছে একটি সল্ট ওয়াটার পুল এবং স্পা।

সম্প্রতি সেই সাধের বাড়িটিই বিক্রি করে দিতে চলেছেন তিনি। উদয় বাড়িটি কিনেছিলেন ২০ কোটি ৪২ লক্ষ টাকায়। আর বিক্রি করতে চলেছেন ২৫ কোটি ৪৭ লক্ষ টাকায়।

কিন্তু কেন মাত্র দু’বছরের মধ্যেই সাধের বাড়ি বিক্রি করতে চান উদয়? সে প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে