ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আমাকে সালমানকে হত্যার দায়িত্ব দেয়া হয়েছিল

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ১০ ১১:২২:৫২
আমাকে সালমানকে হত্যার দায়িত্ব দেয়া হয়েছিল

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্পত জানায়, সালমান খানকে খুনের দায়িত্ব তাকে দেয়া হয়েছিল। সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ছবি তোলার পাশাপাশি তার গতিবিধি সম্পর্কেও নোট রাখত সম্পত।

হরিয়ানা এসটিএফের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সতীশ বালান জানান, সালমান খানকে খুনের জন্য কোন ধরণের আগ্নেয়াস্ত্র লাগবে, সেটা জানার জন্যই রেইকি ককরতে মুম্বাই গিয়েছিল সম্পত নেহেরা। সে এক সময় জাতীয় স্তরের ডিক্যাথলন অ্যাথলেট ছিল। তার বাবা ছত্তীশগড় পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টর।

পুলিশসূত্রে জানা যায়, ২০১৬ সালেও সম্পতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে অবশ্য ছাড়া পেয়ে যায়। লরেঞ্চ বিষোই ‘গ্যাং’-এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সম্পত নেহেরা। এই দলটির বিরুদ্ধে ডজন খানেক খুন, তোলাবাজি, ছিনতাইসহ নানাবিধ অভিযোগ রয়েছে।

পুলিশের জেরার মুখে সম্পত নেহেরা কবুল করে, পাতিয়ালা জেলেই লরেন্স বিষোইয়ের সঙ্গে তার পরিচয় হয়। বর্তমানে বিষোইও রাজস্থানের ভরতপুর জেলে বন্দি রয়েছে। গত জানুয়ারিতে সে একবার সালমান খানকে খুনের হুমকি দিয়েছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে