ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘যতবার বলি আমার বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করতেই চায় না’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৯ ২২:৫৩:১২
‘যতবার বলি আমার বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করতেই চায় না’

মিম জানান, কলকাতাকে তিনি চেনেন তার শৈশবকাল থেকেই। তার কাছে একটা সময় কলকাতা মানেই ছিল ঘুরে বেড়ানো, শপিং করা আর সিনেমা দেখা। আগে যেতেন নিউ মার্কেট, এখন যান কোয়েস্ট মলে।

সম্প্রতি মিম অভিনীত ‘ব্ল্যাক’ ও ‘ইয়েতি অভিযান’ ছবি দুটি মুক্তি পেয়েছে। তাই তার আলাদা একটি পরিচিতি তৈরি হয়েছে।

মিমের সঙ্গে অভিনেতা জিতের পরিচয় হয়েছে বাংলাদেশে। আর তখন জিৎ বাংলাদেশে এসেছিলেন তার একটি ছবির শুটিংয়ে। মিম ‘সুলতান দ্য সেভিয়র’ ছবিতে তার চরিত্র সম্পর্কে জানান, ধনী পরিবারের জেদি মেয়ে। পেশায় আইনজীবী। সুলতানের (জিৎ) প্রেমে পড়ি। সুলতান আমার প্রেমে না পড়ায় আমার জেদ চড়চড় করে বাড়ে। বাকিটা ছবিতে দেখবেন।

ওই সাক্ষাৎকারের সময় মিমকে প্রশ্ন করা হয়, ‘শুটিংয়ের সময় জিৎ আপনাকে নাকি কী একটা ব্যাপার নিয়ে বেশ রাগিয়ে দিতেন?’ জবাবে মিম বলেছেন, ‘জিৎদা বারবার আমাকে জিজ্ঞেস করতেন, আমি কারো সঙ্গে প্রেম করি কি না। যতবার বলি আমার বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করতেই চায় না।’

কথা প্রসঙ্গে মিম জানিয়েছেন ঢাকা ও কলকাতা ইন্ডাস্ট্রির কাজের পার্থক্যের কথাও। মিম বলেন, ‘ক্যামেরার কাজ, স্ক্রিপ্ট, পরিচালনায় অমিল নেই। কিন্তু পরিকাঠামো কিছুটা আলাদা। যেমন এখানে ৬টায় কল টাইম হলে, শুটিং শুরু হয় ৬টাতেই। কিন্তু বাংলাদেশে সেটা ৭টা-৮টা হয়েই যায়। এখানে আউটডোরে কাজের সময় ভ্যান পাই। ওখানে সে ব্যবস্থা নেই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে