ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

১৭ বছর পর ঈদে আফগান তালেবানের যুদ্ধবিরতি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৯ ২২:২০:১২
১৭ বছর পর ঈদে আফগান তালেবানের যুদ্ধবিরতি

সশস্ত্র সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এই যুদ্ধবিরতি বিদেশি বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেকোনো ধরনের আক্রমণের শিকার হলে অবশ্যই তার জবাব দেয়া হবে।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে আক্রমণের পর এই প্রথম তালেবানের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলো।

এর আগে গত বৃহস্পতিবার টেলিভিশন ভাষণে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি কোনো শর্ত ছাড়া ২০ জুন পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দেন।

তবে তিনি বলেন, ‘ইসলামিক স্টেটসহ (আইএস) সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।’

রাজধানী কাবুলে গত সোমবার সরকার দেশটির শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে একটি সমাবেশ করে। সেখান থেকে আত্মঘাতী বোমা ও হামলার বিরুদ্ধে ফতোয়া দেয়া হয়। এরপরই মূলত ‘বিস্ময়করভাবে’ তালেবান ইস্যুতে এমন অগ্রগতি হলো।

অবশ্য ওই আলেমদের সমাবেশে এক আত্মঘাতী হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছিলেন।

তালেবান ওই সমাবেশের নিন্দা জানিয়ে বলেছিল, মূলত বিদেশিদের হামলার বৈধতা দিতেই আলেমরা এই সমাবেশে মিলিত হয়েছিলেন। সংগঠনটি দেশের বিরুদ্ধে তাদের না দাঁড়াতেও আহ্বান জানায়।

তবে এখনো স্পষ্ট নয়, তালেবানদের যুদ্ধবিরতি ঠিক কখন শুরু হবে। কারণ, চাঁদ দেখার ওপর রোজা ২৯ কিংবা ৩০টি হলে বিভিন্ন দেশে ঈদের দিন নির্ধারিত হয়।

বিবৃতিতে তালেবান নেতারা তাদের যুদ্ধবন্দিদের মুক্তি দেয়ারও আহ্বান জানিয়েছেন।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০১৪ সালে আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহার করে নেয়। তবে এখনো মার্কিন সেনারা আফগান সৈন্যদের সহায়ক শক্তি হিসেবে দেশটিতে অবস্থান করছে।

তালেবানের এই যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগেও শনিবার পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে একটি চেকপোস্টে হামলায় অন্তত ১৭ সৈন্য নিহত হয়েছেন।

প্রদেশের গভর্নরের মুখপাত্র গিলানি ফরহাদ জানান, ওই হামলার পর বন্দুকযুদ্ধে এক সৈন্য আহত হন। আর তালেবানের ৮ জনকে হত্যা করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে