ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

কলকাতায় যে ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অপু!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৯ ১৭:০৪:৩৯
কলকাতায় যে ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অপু!

সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। পরিচালনা করছেন সুবীর মণ্ডল। সুবীর মণ্ডল এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র পরিচালনা করে হাত পাকিয়েছেন। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানাচ্ছেন।

ছবির গল্প প্রসঙ্গে অপু বলেন, ‘বর্তমান সময়ের প্রেক্ষাপটে আর্থসামাজিক অবস্থার দুই যুবকের গল্প ‘শর্টকাট’। বিত্তবান পরিবারের একটি ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলে। আর সেই বিত্তবান ছেলের প্রেমে পরেন অপু।

তবে আপাতদৃষ্টিতে দুজনের অবস্থান আলাদা হলেও তাদের দুজনের জীবনেই ব্যর্থতার গ্লানি রয়েছে। কোথাও গিয়ে তারা মিলে যায়। তারা পরিস্থিতি থেকে বের হতে পারে কি না, তাই নিয়ে ছবির গল্প। পরিচালক জানান, বর্তমান সমাজে সবার মধ্যে একটা শর্টকাট নেওয়ার প্রবণতা আছে। পরিণতিতে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। ছবিটি তেমনি একটি গল্পের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে