ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পাকিস্তানে নির্বাচনে লড়ছেন শাহরুখের বোন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৮ ২২:৫৭:১৬
পাকিস্তানে নির্বাচনে লড়ছেন শাহরুখের বোন

শাহরুখ খান বলিউডে সাম্রাজ্য গড়লেও তার পরিবারের একাংশ রয়ে গেছে পাকিস্তানে। নূর জাহান ও তার পরিবার কিস্সা খোয়ানি বাজারের কাছে শাহ ওয়ালি কাতালের বাসিন্দা। পাকিস্তানে থাকলেও শাহরুখের সঙ্গে তাদের এখনো যোগাযোগ রয়েছে। কয়েকবার ভারতে গিয়ে শাহরুখের সঙ্গে তারা দেখাও করেছেন।

নির্বাচনে প্রথমবার দাঁড়ালেও এর আগে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন নূর। এ বিষয়ে নূরের ভাই বলেন, ‘আমাদের পরিবারে সকলেই রাজনীতিতে যুক্ত রয়েছেন। সেই পরম্পরাই আমরা এখনো ধরে রেখেছি।’

এর আগে আওয়ামী ন্যাশনাল পার্টির পক্ষে প্রার্থী হয়েছিলেন নূর জাহান। কিন্তু দুর্ভাগ্যবশত সে সময় তিনি জিততে পারেননি।

এই মুহূর্তে শাহরুখ খান তার আসন্ন সিনেমা ‘জিরো’র শুটিংয়ে ব্যস্ত। আনন্দ এল রাইয়ের পরিচালিত সিনেমায় শাহরুখ একজন বামনের ভূমিকায় অভিনয় করছেন।

শাহরুখ ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। চলতি বছরের ২১ ডিসেম্বর মুক্তি পেতে পারে এটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে