ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

অঙ্কুশকে বিয়ে করছেন না ঐন্দ্রিলা!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৮ ২১:১১:৪৮
অঙ্কুশকে বিয়ে করছেন না ঐন্দ্রিলা!

চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অনেকেই মনে করেন তাঁরা হলো আদর্শ জুটি। যতই ব্যস্ততা থাকুক, অঙ্কুশ-ঐন্দ্রিলা জীবনের বিশেষ দিনগুলো একসঙ্গেই কাটান। তাঁদের এমন সম্পর্ক ভবিষ্যতে দু’জনের একই ছাদের নীচে থাকার ইংগিত দেয়।

এমন মধুর সম্পর্কেও অঙ্কুশকে বিয়ে করছেন না ঐন্দ্রিলা! এমনটিই দেখা গেছে সম্প্রতি। লাল বেনারসী, শরীরে গয়না। মাথায় টোপর পরে বিয়ের সাজে ঐন্দ্রিলা সেন। কিন্তু পাত্রের জায়গায় অঙ্কুশ নেই! অন্য কেউ। তিনিও একজন অভিনেতা। আসলে পাত্র আর কেউ নয়, ছোট পর্দার আরেক অভিনেতা বিক্রম চ্যাটার্জি। তবে ঐন্দ্রিলার বিয়েটা বাস্তবে নয়, পর্দায়।

সম্প্রতি ‘ফাগুল বউ’ নামে একটি ধারাবাহিকে বিয়ের সাজে দেখা গেছে ঐন্দ্রিলা ও বিক্রমকে। আর সেখানেই বিয়ের সাজে সেজেছেন তাঁরা। ওই ছবি আবার টুইটারে শেয়ারও করেছেন ঐন্দ্রিলা। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে ছড়িয়ে যায় ছবিটি। ছবিটি সত্য বলে গুঞ্জন ছড়ায় ইন্টারনেটের বাসিন্দারা। তবে অনেকে আবার মন্তব্য করেছেন, পর্দায় আরেকজনকে বিয়ে করলেও বাস্তবে অঙ্কুশকেই বিয়ে করছেন ঐন্দ্রিলা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে