ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পরীমণির বাসায় ‘রহস্য ঘেরা’ পায়রা!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৮ ১৬:০৪:৪২
পরীমণির বাসায় ‘রহস্য ঘেরা’ পায়রা!

আবার এমনও ভক্ত রয়েছে যারা তাদের পছন্দের আইডলকে দূর থেকেই মনে প্রাণে ভালোবাসেন। কখনও সেই সেলিব্রেটির সামনে আসতে চান না। এমনই এক ভক্তের খপ্পরে পড়েছেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি।

বৃহস্পতিবার সকালে পরীমণির বাসায় এক জোড়া পায়রা এবং ফুল নিয়ে হাজির হন সেই ভক্ত। অনেকটা তাড়াহুড়া করে রিসিপশনে জমা দিয়ে যান। ফলে পরীমণিও সেই ভক্তকে দেখতে পারেননি। রিসিপশনে আসতে আসতে গা ঢাকা দেন সেই ভক্ত। বিষয়টি সাধারণ মনে হলেও আজ আর সেটিকে সাধারণভাবে নেননি এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, “গত কয়েকদিন ভক্ত সংশ্লিষ্ট বেশ কিছু ঘটনা ঘটেছে। সব কিছু মেলালে আজকের ঘটনাটি হালকাভাবে নিচ্ছি না। কারণ একটা জিনিস বুঝিনা, সে আমার কেমন ভক্ত, যে জানলো আমি নিচে আসবো তারপরেও চলে গেল। আর নামও বললো না! আমার ভক্তরা সাধারণত এমন করে না।”

পরীমণি আরও বলেন, “এমন অদ্ভুত ভক্তের গিফট গ্রহণ করা খুব একটা আনন্দের না আমার কাছে। তাই সেই ভক্তের কাছে অনুরোধ তার পরিচয় দেওয়ার জন্য। আর না হলে সে আমার ভক্ত এটা মানবো না, বরং গাড়ির নাম্বারটা থানায় দিতে বাধ্য হব। ইতোমধ্যে সিসি ক্যামেরা দেখে গাড়ির নাম্বার সংগ্রহ করেছি। সুতরাং, আমিও চাইনা অপ্রত্যাশিত কিছু হোক।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে