ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

সিরিজ জিতে যা বললেন রাশিদ খান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৮ ১৪:০৮:৫২
সিরিজ জিতে যা বললেন রাশিদ খান

ম্যাচ শেষে জানান, 'আমি সবসময় চেষ্টা করি স্কিল ঠিক রাখার, এতেই বিশ্বাসী আমি। আমার একটাই প্ল্যান ছিল পুরো সিরিজে; তা হচ্ছে যেটাই হোক, লাইনে বল করা। আমি উপভোগ করেছি বল করে।

'গুড লেন্থে বল করেছি, যা আমাকে সফলতা এনে দিয়েছে। আমার ফিটনেসের জন্যই এমনটা সম্ভব হয়েছে। আপনি যখন ফিট থাকবেন, তখন আমি যা চাইবেন সেটাই করতে পারবেন।'

সিরিজ ৩-০ তে জিতে সমর্থকদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন রশিদ। ফ্রেঞ্চাইজি লীগ বা জাতীয় দল, যে কোনও জায়গায় খেলতেই তার ভালো লাগে এমনটাও বলেছেন ম্যাচ শেষে। তার ভাষায়,

'ক্লাবের হয়ে খেলি অথবা জাতীয় দলে, আমি শুধু উপভোগ করে যেতে চাই। সমর্থকদের ধন্যবাদ। আমরা আবারো দেরাদুনে আসবো। আপনাদের সেরা পারফর্মেন্স উপহার দিবো।'

এদিকে এই সিরিজ জিতে ভারতের বিপক্ষে টেস্টের আগে দারুণ এক প্রস্তুতি হয়ে গেলো মনে করছেন আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তিনি জানান,

'৩-০ তে সিরিজ জিতে ভালো লাগছে। ভারতের সাথে টেস্ট খেলার আগে দারুণ একটি প্রস্তুতি হল। শেষ দুই বছর আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করছি। ব্যাটসম্যান বা বোলার সবাই অনেক পরিশ্রম করেছে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে