ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শাবনূরের বাড়িতে পুলিশের হানা, ৭৫টি মোবাইল সহ ৫ লাখ টাকা উদ্ধার

২০১৮ জুন ০৮ ১৩:২৫:১৬
শাবনূরের বাড়িতে পুলিশের হানা, ৭৫টি মোবাইল সহ ৫ লাখ টাকা উদ্ধার

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর ষোলশহর আবাসিক এলাকার রিদোয়ান ম্যানশনের ৬ষ্ঠ তলার ৬বি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বলেন, মাদক সম্রাজ্ঞী শাবনুর ঐ ফ্ল্যাটে ইয়াবা ব্যবসা চালায় এমন খবর পেয়ে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাবনুর পালিয়ে যায়।

এসময় ঐ বাসা থেকে ৬০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৫ টি অন্যান্য মোবাইল ফোন ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) অলক বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে শাবনুর শুধু ইয়াবা ব্যবসায়ী বা মাদক সম্রাজ্ঞীই নয়, মোবাইল ফোন চোকারকারবারীও।

মাদক চক্রের পাশাপাশি তার মোবাইল ফোন চোরাই চক্রও রয়েছে। শাবনুরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কে এই শাবনুর সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করলেই বিস্তারিত জানতে পারবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে