ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

সাত গোলের সেই ‘গোলপোস্টটি’ জার্মানিকে উপহার দিলো ব্রাজিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৮ ১৩:০৯:০১
সাত গোলের সেই ‘গোলপোস্টটি’ জার্মানিকে উপহার দিলো ব্রাজিল

বিশ্বজয়ী জার্মানির কাছে সেদিনের ম্যাচ ইতিহাসের মতোই। আর এ জন্যেই বেলো হরিজন্তের সেই মাঠের একটি গোল পোস্ট জার্মানদের দেয়া হয়েছে।

দুই গোল পোস্টে দুই অর্ধে ৭ গোল দেয় জার্মানি। তার একটিতে দেয় পাঁচ গোল। এই পাঁচ গোলের পোস্টটিই দেয়া হয়েছে জার্মানিকে। আর অপর গোল পোস্টটি বেলো হরিজন্তের জাদুঘরে রাখা হবে।

রাশিয়া বিশ্বকাপের আগে ব্রাজিল নিজেদের মহান প্রমাণ করার একটা দৃষ্টান্ত স্থাপন করল। যদিও সেই গোল পোস্ট বাবদ জার্মানির কাছ থেকে এক লাখ ইউরো পাবে ব্রাজিল। সেই অর্থ খরচ হবে ব্রাজিলের সামাজিক প্রকল্পে।

জার্মানিকে দেয়া গোল পোস্টের নেটটিকে ৮ হাজার ১৫০ টুকরা করে প্রতি টুকরা বিক্রি করা হবে। প্রতি টুকরার দাম হবে ৭১ ইউরো।

ব্রাজিল আশা করছে, সেখান থেকে পাঁচ লাখ ইউরো আয় হবে। সেই অর্থ ব্যয় করা হবে ব্রাজিলের নানা সামাজিক কাজে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে