ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

সালমা-রুমানারা তিনে তিন, সাকিব-তামিমরা তিনে শূণ্য !

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৮ ১৩:০২:৪৩
সালমা-রুমানারা তিনে তিন, সাকিব-তামিমরা তিনে শূণ্য !

মেয়েদের টি২০ র‌্যাংকিংয়ে ভারত আছে তিনে, আর বাংলাদেশ আছে নয়ে। একই সঙ্গে শক্তির বিচারেও অনেক শক্তিশালী ভারত । আর তাদেরই হারিয়েছে টাইগ্রের্সরা।

আর আজ থাইল্যান্ডকে হারিয়ে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গিয়েছে বাংলাদেশ। আগামী ৯ জুন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশের নারীরা। সেখানে জিতলে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে সালমাদের।

অন্যদিকে, সাকিবরা আফগানদের বিপক্ষে টি২০ সিরিজের সবকটি ম্যাচেই হেরে যায়। নাম লেখায় দেশের ক্রিকেটের সবচেয়ে লজ্জাজনক রেকর্ডে। তাই পরিসংখ্যানটা এখন এমন সালমা-রুমানারা তিনে তিন, সাকিব-তামিমরা তিনে শূণ্য!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে