ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

টানা ৩ ম্যাচ হারের জন্য যাদেরকে দায়ী মনে করছেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৮ ০১:৩২:০৪
টানা ৩ ম্যাচ হারের জন্য যাদেরকে দায়ী মনে করছেন সাকিব

১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৬ রানের মাথায় তামিম ইকবালের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তামিম করেন ৬ বলে ৫ রান। এরপরে সৌম্য সরকার ১৫ এবং লিটন কুমার দাস ১২ রানে রান আউট হলে আরও বেশি চাপে পড়ে বাংলাদেশ।

দলকে বিপর্যয়ের মুখে রেখে ১০ রানে আউট হন সাকিব আল হাসান। এরপরেই মুসফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাড়ায় বাংলাদেশ। শেষ ১২ বলে ৩০ রান প্রয়জন হলে করিম জানাতের ৫ বলে ৫ চার মেরে খেলা জমিয়ে দেন মুসফিক। শেষ ওভারে ৯ রান প্রয়জন হলে রাশিদ খানের প্রথম বলেই অাউট হন মুশফিক। ৩৭ বলে ৪৬ রানে অাউট হন মুসফিক। শেষ বলে জয়ের জন্য প্রয়জন হয় ৪ রানে। ব্যাটে অারিফুল হক বোলিংয়ে রাশিদ খান। ২ রান নিলে ১ রানে জয় পায় অাফগানিস্থান। যদি অারিফুল বলটি ছক্কা মারতে গিয়েছিলেন। কিন্তু সিমানাকে থেকে লাফিয়ে ছক্কা রক্ষা করেন ওসমান গনি।

শেষ পর্যন্ত ১ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এরই সাথে পেতে হলো ক্রিকেট ইতিহাসে টাইগারদের সবচেয়ে বড় লজ্জা।

ম্যাচ শেষে সাকিব বলেন, আমরা আজ প্রথম ২ ম্যাচ থেকে ভালো ছিলাম। কিন্তু যেভাবে আমরা পুরো সিরিজটা খেলেছি এটা খুবই হতাশাজনক ছিল। আমরা তাদেরকে খুব স্বল্প রানেই আটকাতে পেরেছিলাম। আমাদের খুব ভালো ব্যাটিং লাইনআপ ছিল যারা সহজেই এই টার্গেট পূরন করতে পারতো। কিন্তু মাঝখানের ওভার গুলোতে আমরা খুব বেশি ডট বল ও উইকেট হারিয়ে ম্যাচটায় হেরে বসি। তাদের কিছু ভালো বোলার আছে যারা আজকের রাতেও খুব বেশি ভালো ছিল।

গত ২ ম্যাচের মতো এ ম্যাচেও স্পষ্ট সৌম্য-লিটনদের উপর মোটেও খুশি নন সাকিব। কারণ আজকের ম্যাচেও ব্যর্থ ছিল তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে