ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আমি গর্ভবতী নই কিন্তু হঠাৎ…

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৭ ১৮:০৫:০৯
আমি গর্ভবতী নই কিন্তু হঠাৎ…

সম্প্রতি শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জন উঠেছে টলিপাড়ায়। ‘অন্তঃসত্ত্বা শুভশ্রী’ মানুষের যেন বুলি হয়ে গেছে এই কথা। আসলে লোকের কী দোষ! যে হারে চমক দিয়ে চলেছে রাজ-শুভশ্রী তাতে সন্তানের খবর দিলে ঘাবড়ে যাবেন না মানুষ। সম্প্রতি জিৎ-এর এক ট্যুইটে টলিপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জনের।

তাই নিন্দুকেরা বলছেন, নায়িকার এই জিমের ভিডিও আপলোডের কারণ আসলে তিনি বোঝাতে চাইছেন, ‘আমি অন্তঃসত্ত্বা নই’।

বিয়ের পর কিন্তু বাচ্চাদের নিয়ে ছবি বানাচ্ছেন রাজ। আর তাতে আরও বাড়ছে সন্দেহ। কিন্তু সত্যি কী বাবা হতে চলেছেন পরিচালক। উত্তরএর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আরও এক চমকের জন্য।

এদিকে ফাঁকা নায়িকার হাত। কোনও কাজ নেই নায়িকার ঝুলিতে। আপাতত তাই জিম টু রান্না ঘরের ছবিতে আপটুডেট থাকছেন টলিপাড়ার নতুন বধূ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে