ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

বিপদের সময় সাকিবের পাশে দাঁড়ালেন মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৭ ১৭:৩৯:১৩
বিপদের সময় সাকিবের পাশে দাঁড়ালেন মাহমুদউল্লাহ

এরই ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে সিরিজ জিতে যায় আফগানরা। আজ ৭ই জুন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই দুই ম্যাচে হারের ফলে তৈরি হয়েছে অনেক বিতর্ক। একই সঙ্গে সাকিবের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে অনেক।

তবে সাকিবের বিপদের দিনে তার পাশে দাঁড়ালেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেকের বোলিং নিয়েও ক্রিকেট পাড়ায় তৈরি হয়েছিলে বিতর্ক। তবে এবার এসব নিয়ে কথা বলেছেন তিনি। সাকিবের সিদ্ধান্ত সঠিক ছিল বলেই মনে করেন তিনি।

ডেথ ওভারে স্পেশালিস্ট বোলারদের দিয়েই বল করানো উচিৎ বলেই মনে করছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমি মনে করি সাকিবের নেওয়া সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল। আপনাকে ডেথ ওভারে স্পেশালিস্ট বোলারদের দিয়েই বল করাতে হবে। খন্ডকালীন স্পিনার হিসেবে আমি আমার কাজটা করেছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে