ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নারী উন্নয়নে ১২৫ কোটি টাকার বিশেষ বরাদ্দ

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৭ ১৭:২০:১৮
নারী উন্নয়নে ১২৫ কোটি টাকার বিশেষ বরাদ্দ

বৃহস্পতিবার আগামী অর্থবছরের জন্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি দেশের ৪৭তম ও আওয়ামী লীগ সরকারের ১৮তম এবং অর্থমন্ত্রীর দ্বাদশ বাজেট প্রস্তাব। ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’ নাম দিয়ে প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

এবার উন্নয়ন ও অনুন্নয়ন মিলে জাতীয় বাজেটের আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, ‘অন্যান্য বছরের মতো এবারও কয়েকটি বিশেষ উদ্দেশ্যে কিছু থোক বরাদ্দ রাখা হয়েছে। নারীদের অগ্রগতির উদ্দেশ্যে নারী উদ্যোক্তা তহবিলে ১০০ কোটি টাকা এবং নারী উন্নয়ন বিশেষ তহবিলে ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘স্কিল ডেভেলপমেন্ট ফান্ডে গত দুই বছরের মতো এবারও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখছি। ভূমিকম্পজনিত ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।’

দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখায় এনজিও ফাউন্ডেশনে ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে জানিয়ে মুহিত বলেন, ‘এছাড়া পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনে ২৫০ কোটি এবং এসএমই ফাউন্ডেশনে ১০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিতে চাই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে