ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

শেষ ম্যাচে ফিরছেন আরিফুল?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৭ ১২:৫১:৩৩
শেষ ম্যাচে ফিরছেন আরিফুল?

বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা বিশেষ কিছু করে দেখাতে পারেনি।

সেক্ষেত্রে অলরাউন্ডার আরিফুল হককে একাদশে সুযোগ দেয়া যেতে পারে। স্পিন সহায়ক কন্ডিশনের কথা চিন্তা করে সুযোগ মিলতে পারে মেহেদী হাসান মিরাজেরও।

মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকারকে শেষ টি-টুয়েন্টি ম্যাচে নাও দেখা যেতে পারে। গত ম্যাচে ব্যাটে বলে দারুন পারফর্ম করা আবু হায়দার রনি ও রুবেল হোসেন থাকবেন পেস আক্রমনে।

বল হাতে দুই ম্যাচেই ভালো করেছেন নাজমুল ইসলাম অপু। স্পেশালিস্ট স্পিনার হিসেবে সাকিবের সঙ্গী হিসেবে থাকবেন তিনি। এছাড়া তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহদের দিয়ে গড়া ব্যাটিং অর্ডারে কোন পরিবর্তন আসার কথা কথা না।

ওপেনিংয়ে লিটন ও গত দুই ম্যাচেও ব্যর্থ সাব্বির রহমানকে আজকের ম্যাচেও সেরা একাদশে সুযোগ দেয়া হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন/মেহেদী মিরাজ, সৌম্য সরকার/আরিফুল হক, আবু হায়দার, রুবেল হোসেন, নাজমুল ইসলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে