ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

নতুন জুটি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৭ ১২:০৯:৩৪
নতুন জুটি

কষ্টের কথা বললেন পূজাও, ‘কষ্ট আমারও কিছু কম হয়নি। টানা শীতের সময় শুটিং, পাতলা জামা পরে শট দিতে হচ্ছিল। এমনকি শীতল জলে স্নান করার কথা ভাবলে এখনো গা শিউরে ওঠে।’

কষ্ট কমাতে ডামি ব্যবহার করা যেত না? সিয়াম বলেন, ‘অবশ্যই যেত। আমাকে বারবার বলাও হয়েছিল ডামি নিতে। আমি চাইনি অভিষেক চলচ্চিত্রে দর্শকদের সঙ্গে প্রতারণা করতে।’ পূজারও একই মত, ‘ডামি সব ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। আমাদের মতো উঠতি শিল্পীদের এই ত্যাগ করতেই হয়। চাইলে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে সেট বসিয়ে দৃশ্য ধারণ করা যেত, সেটা কিন্তু জীবন্ত মনে হতো না।’

গত শীতে মেহেরপুরে হয়েছে ছবির শুটিং। শুরুতেই বিড়ম্বনা। ক্যামেরা ওপেন হওয়ার আগের দিন প্রধান চিত্রগ্রাহক শাহীন ভাইয়ের বাবা মারা গেলেন। পুরো ইউনিটে শোকের আবহ। ‘শাহীন ভাই আমার মাথায় হাত রেখে বললেন, সিয়াম তোমার এন্ট্রি দৃশ্যটা আমার হাত দিয়েই হবে, চিন্তা কোরো না। সেদিনই তিনি ঢাকা গেলেন, বাবার মরদেহ নিয়ে গেলেন বরিশালে। দাফন শেষে পরদিনই মেহেরপুর চলে এলেন। আমার এন্ট্রি দৃশ্যটা শাহীন ভাইয়ের হাতেই ধারণ করা হলো। একজন নতুন নায়কের জন্য এন্ট্রি দৃশ্যটা অনেক গুরুত্বপূর্ণ’, বললেন সিয়াম।

দুর্ঘটনা আরো আছে। যে ক্যামেরা দিয়ে শুটিং করা হচ্ছিল সেটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন কবির আহমেদ। পূজা বলেন, ‘শুটিং শুরুর আগ মুহূর্তে স্ট্যান্ড ভেঙে ক্যামেরা মাটিতে পড়ে যাচ্ছে। কবির ভাই লাফিয়ে পড়ে ক্যামেরা বাঁচান। ক্যামেরার কিছুই হয়নি, কিন্তু কবির ভাইয়ের চারটা আঙুল কেটে গেল। তত্ক্ষণাৎ তাঁকে ঢাকায় চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হলো। চার দিন পর তিনি ইউনিটের সঙ্গে যোগ দিলেন। পুরো ইউনিটের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ।’

ঈদে ছবি মুক্তির ঘোষণা যখন এলো আনন্দে আত্মহারা হয়ে গেলেন সিয়াম, ‘একজন তরুণকে নিয়ে আব্দুল আজিজ ভাই চ্যালেঞ্জ নিয়েছেন। তবে এই ছবির মূল হিরো কিন্তু গল্প। সংগত কারণেই গল্পটা বলতে পারছি না। এটুকু বলব, এই ছবির গল্প শুনে আমি হাউমাউ করে কেঁদেছিলাম।’

পূজা বলেন, ‘আমার ধারণা, আজিজ ভাই ভুল সিদ্ধান্ত নেননি। আমি আগেও ছবি করেছি, কিন্তু হলফ করে বলতে পারি দর্শক এই ছবির গল্পে মুগ্ধ হবে, সব দিক দিয়েই দর্শকদের বিনোদিত করার উপাদান আছে ছবিটিতে।’

ছবিতে প্রয়াত নায়ক সালমান শাহর ভক্ত সিয়াম। প্রিয় নায়ককে সম্মান জানিয়ে ছবিতে রাখা হয়েছে একটি বিশেষ গান—‘তুমি ছাড়া সবাই জিরো, তুমি নাম্বার ওয়ান হিরো।’ ছবির প্রচারে এ গানটিই প্রথম প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া। এরই মধ্যে দারুণ জনপ্রিয় হলো গানটি। সিয়াম বলেন, “মৃত্যুর ২২ বছর পর আমার প্রথম ছবিতেই ‘গুরু’কে ট্রিবিউট করছি, এটা আমার জন্য গর্বের।”

চলচ্চিত্রে আসার পর সিয়াম বলেছিলেন, ছোটপর্দায়ও তিনি সমানতালে অভিনয় করবেন। অথচ এবারের ঈদ অনুষ্ঠানমালায় সিয়ামের নতুন কোনো নাটক নেই! ‘আমার জন্ম হয়েছে ছোটপর্দায়, সেটা ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। ফিল্ম ক্যারিয়ার ও দর্শকের এক্সপেক্টেশনের কথা চিন্তা করে আগামী দুই বছর ছোটপর্দায় কাজ করব না। এরপর ছোটপর্দায় কাজ করবোই’, বলেন সিয়াম।

প্রশ্নটা সিয়ামের জন্য বরাদ্দ থাকলেও অংশ নিলেন পূজাও, “আমি নিজেও একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পরিচিত হই। আমারও ছোটপর্দায় কাজ করতে ইচ্ছে করে, কিন্তু আপাতত হচ্ছে না। শিগগিরই ‘দহন’ ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে আমাদের। নিশ্চয়ই আমরা ছোটপর্দায় ফিরব, তবে সময় লাগবে একটু।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে