ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

বাংলাদেশের সমস্যাটা আসলে কোথায়?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৭ ১১:২৪:২০
বাংলাদেশের সমস্যাটা আসলে কোথায়?

বুধবারের দুটি ছবি দুই ধরনের। আফগানিস্তানের খেলোয়াড়েরা স্থানীয় অভিমন্যু ক্রিকেট একাডেমিতে নিবিড় অনুশীলনে যখন ব্যস্ত, বাংলাদেশি শিবির তখন মুহ্যমান। মনমরা অবস্থা কিছুতেই কাটছে না। মুষড়ে পড়া দলে হতাশার সঙ্গে ক্লান্তিও ছায়া ফেলে। বাংলাদেশ শিবিরে সেই ছবি। অনুশীলনেও জোর নেই। মনে ঘুরপাক খাচ্ছে মঙ্গলবার রাতে তাদের ইনিংসের অভিশপ্ত ১৬তম ওভার।

‘গোটা দলটাই খুব মুষড়ে পড়েছে। দ্বিতীয় ম্যাচটা এভাবে হারতে হবে কেউ ভাবতে পারেনি। বাংলাদেশ শিবির যেন নিঝুমপুরী।’ শহরের এক প্রান্তে চকরাতা রোডের ধারে রেজেন্টা এল পি বিলাস হোটেলের ক্রিকেট অনুরাগী এক কর্মী এভাবেই বর্ণনা দিলেন বাংলাদেশি শিবিরের। বৃহস্পতিবারের শেষ ম্যাচ এখন স্রেফ নিয়মরক্ষা মাত্র। অথচ স্থানীয় এক ক্রিকেট একাডেমিতে আফগানরা গা ঘামাচ্ছে। কারণ, তাদের কাছে পাখির চোখ এখন বেঙ্গালুরুর টেস্টে। বাংলাদেশকে পর্যুদস্ত করার পর ভারতকে তারা দেখাতে চায়, টেস্ট ক্রিকেটেও তাদের এলেম আছে।

বাংলাদেশের অবস্থাটা এই মুহূর্তে সেই অভাগার মতো, যার দৃষ্টিতে সাগর শুকিয়ে যায়। দ্বিতীয় ম্যাচটি তারা মনেপ্রাণে জিততে চেয়েছিল। সে জন্য অনেক আলোচনার পর দলের কৌশলও ঠিক করা হয়। সাকিব নিজে তিন নম্বরে না নেমে লোয়ার অর্ডারে নামবেন। সঙ্গে রাখা হবে আর এক বাঁ হাতি সৌম্যকে। এই কৌশলের উদ্দেশ্য, শেষের দিকে বাঁ হাতিদের দিয়ে রশিদের মোকাবিলা যাতে ভালোভাবে করা যায়। কৌশলটা খাটছিলও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে