ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

ঘরোয়া ক্রিকেট কি বাজে ফর্মের মূল কারন?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৭ ১১:০৩:৪৪
ঘরোয়া ক্রিকেট কি বাজে ফর্মের মূল কারন?

কিন্তু কেন হুট করে বাংলাদেশের এমন অবনতি? রিকি পন্টিংয়ের ফার্স্ট ক্লাস সেঞ্চুরি ৮২ টা অর্থাৎ ঘরোয়াতে ৪১ টা।শচীন টেন্ডুলকারের ফার্স্ট ক্লাস সেঞ্চুরি ৮১ টা,ঘরোয়াতে ৩০ টা।ইন্ডিয়ার যে এ টিমের সাথে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছিল সেই দলের কিছু প্লেয়ারের ২০+ ফার্স্ট ক্লাস সেঞ্চুরি ছিল,গড় ৪৫+। আর আমাদের আফগানিস্তানের বিপক্ষে খেলা দলটি?

সেইখানে শুধু লিটন এবং মোসাদ্দেক বাদে আর তেমন কাউর নেই বেশ করে ঘরোয়া লীগ খেলার অভিজ্ঞতা। জাতীয় দলে খেলা একমাত্র মাশরাফি ডিপিএলের সব ম্যাচ ঠিকমতো খেলেছেন। বাংলাদেশের এমন ভরাডুবির জন্য ঘরোয়া ক্রিকেট দায়ী নয় কি?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে