ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

২০১৮ বিশ্বকাপের আগে বড়োসড়ো ধাক্কা খেলো মেসি-রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৭ ১০:৫৮:৫০
২০১৮ বিশ্বকাপের আগে বড়োসড়ো ধাক্কা খেলো মেসি-রোনালদো

ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী ২০১৮-য় বিশ্বের সব থেকে ধনী ক্রীড়াবিদের শিরোপা পেলেন বিখ্যাত বক্সার ফ্লয়েড মেওয়েদার। বার্ষিক আয় প্রায় ১২১১ কোটি টাকা। শেষ সাত বছরে এই নিয়ে চার বার এই শিরোপার মালিক হলেন তিনি। যার ফলে তিনি টপকে গেলেন গত দু’বছর ধরে শীর্ষে থাকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। যিনি এই মুহূর্তে রয়েছেন তৃতীয় স্থানে। তবে ভারতীয়দের জন্য একটাই সুখবর, প্রথম একশো জনের মধ্যে ৮৩তম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর আয় ১৬১ কোটি টাকা।

এবার দেখে নিন মুল তালিকা১। ফ্লয়েড মেওয়েদার (বক্সিং) – ১২১১ কোটি টাকা

২। লিওনেল মেসি (ফুটবল) – ৭৪৩ কোটি টাকা

৩। ক্রিস্টিয়ানো রোনাল্ডো (ফুটবল) – ৭২৩ কোটি টাকা

৪। কনর ম্যাকগ্রেগর (ইউএফসি ফাইটিং) – ৬৬২ কোটি টাকা

৫। নেইমার জুনিয়র (ফুটবল) – ৬০২ কোটি টাকা

৬। লেব্রন জেমস (বাস্কেটবল) – ৫৭২ কোটি টাকা

৭। রজার ফেডেরার (টেনিস) – ৫২০ কোটি টাকা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে