নিহত ছেলের পাসের খবর শুনে কী বললেন আসানসোলের সেই ইমাম?
সন্তানহারা এই বাবার ঘোষণা, অভাব-অনটনের কারণে কোনও শিক্ষার্থীর পড়াশোনায় সমস্যা হচ্ছে খবর পেলে তিনি সাধ্যমতো সাহায্য করবেন।
অণ্ডালের ইকবাল অ্যাকাডেমি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়তো ইমাম রশিদির বছর ষোলোর ছোট ছেলে মহম্মদ সিবগাহ তুল্লাহ। এ বছর সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মাস দুয়েক আগে সাম্প্রদায়িক সংঘর্ষে তেতে ওঠে আসানসোলের রেলপাড় এলাকা। তখনই এক দিন নিখোঁজ হয়ে যায় সিবগাহ তুল্লাহ। পরে উদ্ধার হয় তার মরদেহ।
ওই ঘটনার পর ইমাম কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাননি। বরং ছেলের শেষকৃত্যে হাজির জনতাকে বার্তা দেন, এই মৃত্যুর প্রত্যাঘাতে কোনও গোলমাল পাকানো হলে তিনি আসানসোল ছেড়ে চলে যাবেন। অগ্নিগর্ভ পরিস্থিতিতে এমন বার্তা এলাকায় তাকে ‘শান্তির মুখ’ করে তুলেছিল।
আনন্দবাজার এক প্রতিবেদনে বলেছে, প্রশাসন সূত্রের খবর, সম্প্রতি রাজ্য সরকার ‘বঙ্গ সম্মান’-এর জন্যও তার নাম বিবেচনা করেছিল। কিন্তু, রমজান মাস চলায় মসজিদ ছেড়ে যেতে অপারগ জানিয়ে সে অনুষ্ঠানে যাননি ইমাম।
রাজ্য শিশু সুরক্ষা দিবস উপলক্ষে আগামী ৯ জুন কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ইমাম রশিদিকে সম্মান জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা বিভাগ। ওই ইমাম অবশ্য জানান, তার পরিবর্তে বড় ছেলে ও কয়েক জন প্রতিনিধি রবীন্দ্র সদনে গিয়ে এই সম্মান গ্রহণ করবেন।
এ দিন সকাল থেকে নুরানি মসজিদ এলাকার অনেক বাসিন্দাই সিবগাহ তুল্লাহর পরীক্ষার ফল জানার অপেক্ষায় ছিলেন। ৪১২ নম্বর পেয়েছে সে। স্কুল সূত্রে জানা যায়, উর্দুতে ৭১, ইংরেজিতে ৬১, অঙ্কে ৪০, ভৌত বিজ্ঞানে ৪৫, জীবন বিজ্ঞানে ৫৭, ইতিহাসে ৭৩ ও ভূগোলে ৬৫ পেয়েছে সিবগাহ তুল্লাহ।
ইমাম বলেন, ‘ছেলে নেই। ও পাশ করেছে শুনে ভাল লাগছে।’ ছেলের আত্মার শান্তি কামনার সঙ্গেই তার সংযোজন, ‘যারা এবার মাধ্যমিক পাস করল, সবাই আমার সন্তানের মতো। প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অভিনন্দন জানাচ্ছি।’
ফল বেরোনোর দিন মন খারাপ সিবগাহ তুল্লাহর শিক্ষক ও সহপাঠীদেরও। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শাহিদ হুসেইন খান বলেন, ‘খুব শান্ত স্বভাবের ছেলে ছিল ও। পড়াশোনা করতো মন দিয়ে। স্কুলের সব রকম অনুষ্ঠানেও সক্রিয় থাকত। এমন দিনে সিবগাহতুল্লাহ নেই, ভাবতে পারছি না!’
স্কুলের তরফে ইমামের এক প্রতিনিধির হাতে ছেলের ‘মার্কশিট’ তুলে দেওয়া হয়। ছেলের ফল জানার পর সারা দিন আর মসজিদ থেকে বেরোননি ইমাম ইমদাদুল্লা রশিদি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিএল নিলাম: ২কোটি ৭০লাখ রুপিতে যে দলে সাকিব, দেখেনিন মুস্তাফিজ ও তাসকিনের অবস্থান
- দেশে টাকা পাঠানোর উত্তম সময়: সৌদি রিয়াল রেটের অবিশ্বাস্য লাফ, দেখেনিন আজকের রেট কত
- সৌদি রিয়াল রেটের বিশাল পতন, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: আইপিএল নিলামে ঝড় তুললেন নাহিদ রানা
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 Auction: ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- আজকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে পাল্টে গেল বাংলাদেশের ১৮ বছরের ইতিহাস
- প্রথম দিনেই কঠিন হুঁশিয়ারি দিলেন মোস্তফা সরয়ার ফারুকী চারে দিকে উঠলো প্রশংসার ঝড়
- ৩ পরিবর্তন নিয়ে শেষ ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
- অনেক দিন পর সাব্বিরের ব্যাটে চার ছক্কার ঝড়
- ব্রেকিং নিউজ: নাজমুল হোসেন শান্তকে হারালো বাংলাদেশ
- খেলার মোড় ঘোরালেন নাসুম আর ম্যাচে ম্যাচ সেরা হলেন অন্য যে ক্রিকেটার
- IPL নিলাম ২০২৫: ১ কোটিতে সাকিব ও তাসকিন, ৭৫ লক্ষ রুপিতে তানজিম সাকিব, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ, দেখেনিন ফলাফল
- ম্যাচের দুই ঘন্টা আগে ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের চমকে ভরা একাদশ ঘোষণা