ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

হোয়াইটওয়াশ এড়াতে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৭ ১০:৩১:৩৬
হোয়াইটওয়াশ এড়াতে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ

এই ফরম্যাটে আফগানিস্তান যতই শক্তিশালী হোক, মাত্র গত বছর টেস্ট মর্যাদা পাওয়া এই দলটির বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি সিরিজেই এমন ঘটনা টাইগারদের জন্য লজ্জারই। সেই লজ্জার হোয়াইটওয়াশ থেকে নিজেদের বাঁচানোর লড়াই বৃহস্পতিবার। দেরাদুনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

চলতি সিরিজে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনটিই বাংলাদেশের পক্ষে কাজ করেনি। প্রথম ম্যাচে বোলারদের ব্যর্থতায় নিজেদের ইনিংসে শেষ পাঁচ ওভারে ৭১ রান তোলেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। বোলিং করতে এসে তারা কোন ছাড় দেয়নি বাংলাদেশকে। দুই তরুণ স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান এবং অভিজ্ঞ স্পিনিং অল রাউন্ডার মোহাম্মদ নবীর ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি টাইগার ব্যাটসম্যানরা। মাত্র ১২২ রানেই অল আউট হয়ে যায় দলটি। মেনে নিতে হয় ৪৫ রানের হার।

দ্বিতীয় ম্যাচে অবস্থার তেমন পরিবর্তন হয়নি। লেগি রশিদের জাদুতে ১৩৪ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় আফগানরা। দুই ম্যাচ মিলিয়ে ৭ উইকেট পেয়েছেন রশিদ। দুই ম্যাচেই হয়েছেন ম্যান ইব দ্য ম্যাচ।

প্রথম দুই ম্যাচেই আফগান স্পিনারদের সামনে অসহায় ছিল বাংলাদেশ। অন্যদিকে টাইগার বোলিং আক্রমণ নিয়ে রীতিমতো খেলা করেছেন আফগান ব্যাটসম্যানরা। তৃতীয় ম্যাচেও একইরকম অবস্থা থাকলে টাইগারদের হোয়াইটওয়াশ করা নিয়ে খুব একটা ভাবতে হবে না আফগানিস্তানের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে