ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

যে কয়েকটি ভুল না করলে শেষ ম্যাচ জিততে পারে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৭ ০১:০৪:১৭
যে কয়েকটি ভুল না করলে শেষ ম্যাচ জিততে পারে বাংলাদেশ

ডট বলঃ বিডি টিম প্রচুর ডট বল খেলে। গত ম্যাচে মূলত ৫৩টা ডট বলেই ছিটকে দিয়েছে বাংলাদেশ দলকে। ডট বল ব্যাটসম্যানদের প্রেশার ক্রিয়েট করে বাউন্ডারি মারার জন্য। এতগুলো ডট বল না থাকলে হয়তো ২য় ম্যাচ হারতে হতো না বাংলাদেশকে।

অধিনায়কত্বঃ সাকিবের অধিনায়কত্ব আজকের ম্যাচ দিতে হবে অনেক গূরত্ব। সাকিব যে অনেকটা ছন্নছাড়া অধিনায়কত্ব করছেন তা বুঝাই যাচ্ছে সাকিবের বডি ল্যাঙ্গুয়েজ দেখে।

সৌম্যয়ের পজিশনঃ নিজেকে বরাবরের মতো প্রমান করতে ব্যার্থ সৌম্য। তবে গত মযাচে তাকে নামানো হয়েছিলো নিচের দিকে। এই ম্যাচে ৩ নম্বরে ব্যার্থ সাব্বিরের জায়গায় খেলানো যেতে পারে তাকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে